প্রার্থনা
তুমি বৃষ্টি হও
ভিজিয়ে দাও মোরে
ঝরে পড়ো মম চোখে
অশ্রুকণা হয়ে,
তুমি ঝড় হয়ে
নিয়ে যাও মোরে
সেই অবেলায় ধূলিকণা করে
মিশিয়ে দিয়ে বাতাসে,
তুমি পুজোনিয়া, তুমিই দেবী
গ্রহণ কর এই প্রার্থনা
যখন সব পুষ্পাঞ্জলি
শুধু তোমার তরে ।
ভিজিয়ে দাও মোরে
ঝরে পড়ো মম চোখে
অশ্রুকণা হয়ে,
তুমি ঝড় হয়ে
নিয়ে যাও মোরে
সেই অবেলায় ধূলিকণা করে
মিশিয়ে দিয়ে বাতাসে,
তুমি পুজোনিয়া, তুমিই দেবী
গ্রহণ কর এই প্রার্থনা
যখন সব পুষ্পাঞ্জলি
শুধু তোমার তরে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরজু নাসরিন পনি ২৭/১০/২০১৩
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৬/১০/২০১৩অনেক দিন পর তোমার দেখা হে কবি! কবিতা র জন্য ধন্যবাদ।শুভকামনা আপনার জন্য
-
אולי כולנו טועים ২৬/১০/২০১৩খুব সুন্দর -
অনেকদিন পর !
welcome back !! -
suman ২৬/১০/২০১৩দারুণ ...
উমহু, নহি দেবী , নহি সামান্যা নারী ।
কবিতার সুন্দর প্রকাশ, অভি ।