www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রূপকথা ও তিস্তা

রূপকথার অজানা এক তীরে আজ দাড়িয়েছে তিস্তা,
অনেকদিন হোলো ও আজ বাপের বাড়িতে। ১২টা-৯টার অফিস না থাকলে উইকএন্ডে রূপকথাকে খোঁজার চেষ্টা করে......

ইলেভেন থেকে কলেজ অবধি লাইফটা সত্যি রূপকথা ছিলো... তারপর সৌম্যর সাথে আলাপ, ২ বছরের প্রেমের পরিণতি অবশেষে বিয়ে;
তারপর সংসারের জানলা দরজা দিয়ে সান-মুন রাহু কেতু আরও কতো কী আসতে শুরু করলো, `শেষমেষ কিনা মাঙ্গলিক!`
এখন তিন এক সময় ভাবে তিস্তা `এই ওয়াইফাই.... এর যুগে এখনো লোকে !!`

আজ ছাইপাশ ভেবে অনেকটা সময় গেছে.... রূপকথার তীর থেকে ঘরে পালবার সময় এসছে...এদিকে কোথা থেকে ক্ষীণসুরে এখনো ভেসে আসছে -``আমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে আছ তুমি হৃদয় জুড়ে`` ,
কিন্তু কে গাইছে, ভাবতে থাকে তিস্তা ।
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ১৪৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast