অকাব্য ১
যখন
শরীরের নাব্যতা কমে যায়.....
তখন
হৃদয় গভীরতা বেড়ে চলে.......
অনেকটা পথ পেরিয়ে,
এক টুকরো ফসফরাসের খোঁজ
আঁধারের কালো খনিতে .....
গাঢ় অন্ধকারের হাতছানিতে ,
চৈতন্যবিহীন মন হেটে চলে
উলঙ্গ রাস্তায়......
ধাওয়া করে সব ছায়াপথ,
আবার
উদ্ধার হবে রাজ্যপাট.....
উল্লাসিত রাজা,
পড়ে আছে কিছু সোনা জড়ানো
কঙ্কাল......
অবলুপ্তির কোষাগারে ।
কবিতার আসর
শরীরের নাব্যতা কমে যায়.....
তখন
হৃদয় গভীরতা বেড়ে চলে.......
অনেকটা পথ পেরিয়ে,
এক টুকরো ফসফরাসের খোঁজ
আঁধারের কালো খনিতে .....
গাঢ় অন্ধকারের হাতছানিতে ,
চৈতন্যবিহীন মন হেটে চলে
উলঙ্গ রাস্তায়......
ধাওয়া করে সব ছায়াপথ,
আবার
উদ্ধার হবে রাজ্যপাট.....
উল্লাসিত রাজা,
পড়ে আছে কিছু সোনা জড়ানো
কঙ্কাল......
অবলুপ্তির কোষাগারে ।
কবিতার আসর
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ১১/১১/২০১৩osobvhob oshobvob rokoker vhalo laglo...
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৯/১১/২০১৩ভালো হলো।
-
মীর শওকত ০৯/১১/২০১৩বাহ.........মনোমুগ্ধকর ।
-
মনির আহমদ। ০৯/১১/২০১৩Darun vi.