খুঁজি তোমায়
কবিতায় খোজা তোমাকে
বৃষ্টির জলে তোমার ক্যানভাস
স্বপ্নের রাজধানী সেখানেও তুমি ,
বিবর্ণ রাস্তায় পায়ে হেটে
পৌছে যাওয়া তোমার বাড়ি...
সকালের সূর্যে তোমার হাসি
সন্ধ্যের আব্দারে আটকে রাতের তারা .....
তোমার কথা ভেবে ,
কালোমেঘে ঢাকা অবেলার বৈশাখী ...
নদীর সাথে ছুটছে লাগামহীন জীবন ,
আর জানিনা বস....
কারণ তার আর পর নেই আর দেয়নি কোনও ঠিকানা !!
on April 27, 2013
বৃষ্টির জলে তোমার ক্যানভাস
স্বপ্নের রাজধানী সেখানেও তুমি ,
বিবর্ণ রাস্তায় পায়ে হেটে
পৌছে যাওয়া তোমার বাড়ি...
সকালের সূর্যে তোমার হাসি
সন্ধ্যের আব্দারে আটকে রাতের তারা .....
তোমার কথা ভেবে ,
কালোমেঘে ঢাকা অবেলার বৈশাখী ...
নদীর সাথে ছুটছে লাগামহীন জীবন ,
আর জানিনা বস....
কারণ তার আর পর নেই আর দেয়নি কোনও ঠিকানা !!
on April 27, 2013
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ০২/১১/২০১৩
-
মীর শওকত ০১/১১/২০১৩চমৎকার গভীর আবেগের কবিতা।খুন সুন্দর হয়েছে।ভালো লাগলো।ধন্যবাদ এবং সেই সাথে শুভেচ্ছা
-
রাশেদ ভুঁইঞা বিপ্লব ০১/১১/২০১৩অপূর্ব। অনেক ভালোলাগা কবি।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০১/১১/২০১৩ভালো হয়েছে।
যাকে এত ভালবাসা তার ঠিকানাটি
খুঁজে ফিরছে কবিতার
প্রেমিক।
পেয়ে যাবে একদিন নিশ্চয় !!