এল এক্স ওয়াই
এল.এক্স॰ওয়াই (L.X.Y)
_________________
২৩ ডিসেম্বর, ২০০৪
আর ৪৮ ঘণ্টা বাকি...
এখনো বোঝা যাচ্ছে না ধ্রুবদের পরিকল্পনা, সকাল থেকে নানাভাবে চেষ্টা করা হয়েছে.. হচ্ছে, কিন্তু কে বা কারা এতো কড়া নজরদারী সত্ত্বেও অরিত্রকে এভাবে খুন করে গেল কিছুতেই বোঝা যাচ্ছে না ।
অরিত্রকে জেরা করে এটুকু বোঝা গেছে ২৫শে ডিসেম্বর এক সম্পুর্ন নুতুন ধরনের নাশকতা ঘটানোর পরিকল্পনা রয়েছে একটি নতুন গোষ্ঠী 'ধ্রুব'র । কিন্তু কী সেটা !! বেশ ধোয়াশা ঘিরে আছে । এর আগে কোথাও এদের কোনও কার্যকলাপ দেখা যায়নি, সবটাই কী গিমিক প্রচারে আসার জন্য না কী সত্যি কিছু ঘটতে যাচ্ছে, যদিও 'নাশকতা' শব্দটা বোধহয় ঠিক না, কারণ ওদের কোনও উদ্দেশ্য বোঝা যাচ্ছে না, যেটুকু অনুমান করা হচ্ছে ধ্রুব The Constant, নামে ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞাপণ.. যেখানে বলা ছিল সবাই সমান; ব্যাস ওইটুকুই, যদিও ওটা ক্লোসড লিঙ্ক তবু মনে হচ্ছে এর কোনও যোগাযোগ আছে ওই নুতুন 'ধ্রুব'র সাথে, ভাগ্যিস মিডিয়ার হাতে এখনো 'ধ্রুব'র খবরটা পৌছায়নি, নাহলে..., এই ৪৮ ঘন্টার মধ্যেই জানতে হবে সমস্ত ব্যাপারটা ।
অরিত্র সমন্ধে যেটুকু জানা গেছে তাতে বোঝা গেছে বিজ্ঞানের 'স্কলার' ৩য় বর্ষের ছাত্র, এখন কোনও কিছুরই অভাব নেই, যদিও সে ছোট থেকেই অনাথ । ইতিমধ্যে তার তৈরী বেশ কিছু গ্যাজেট বিশ্বে সারা জাগিয়েছে, যেমন বলা যেতেই পারে T3 বা 'TRACE THE TRUTH' গ্যাজেট... সব জায়গায় সমান প্রশংসিত,
কিন্তু তার অন্য সব গ্যাজেট এর মত 'T3'র পেটেন্ট সে কাউকে দেয়নি কেন এটাই বড় প্রশ্ন.. সে কী সত্যি অনেক বেশি কিছু জেনে গেছিলো !!, আর তার সর্বাধুনিক গ্যাজেটদের সদা সতর্ক দৃষ্টি এড়িয়ে কেউ তাকে এভাবে খুন করল স্রেফ এজন্যই !!,
ধ্রুব.. ধ্রুব কী একাজ করতে পারে; কিন্তু কী জন্য, কী বা তাদের মোটিভ !!
(ক্রমশ)
(সম্পুর্ন কল্পকাহিনী, বাস্তবের সাথে কোনও যোগ নেই)
[ গল্প লেখার তুচ্ছ প্রচেষ্টা ]
_________________
২৩ ডিসেম্বর, ২০০৪
আর ৪৮ ঘণ্টা বাকি...
এখনো বোঝা যাচ্ছে না ধ্রুবদের পরিকল্পনা, সকাল থেকে নানাভাবে চেষ্টা করা হয়েছে.. হচ্ছে, কিন্তু কে বা কারা এতো কড়া নজরদারী সত্ত্বেও অরিত্রকে এভাবে খুন করে গেল কিছুতেই বোঝা যাচ্ছে না ।
অরিত্রকে জেরা করে এটুকু বোঝা গেছে ২৫শে ডিসেম্বর এক সম্পুর্ন নুতুন ধরনের নাশকতা ঘটানোর পরিকল্পনা রয়েছে একটি নতুন গোষ্ঠী 'ধ্রুব'র । কিন্তু কী সেটা !! বেশ ধোয়াশা ঘিরে আছে । এর আগে কোথাও এদের কোনও কার্যকলাপ দেখা যায়নি, সবটাই কী গিমিক প্রচারে আসার জন্য না কী সত্যি কিছু ঘটতে যাচ্ছে, যদিও 'নাশকতা' শব্দটা বোধহয় ঠিক না, কারণ ওদের কোনও উদ্দেশ্য বোঝা যাচ্ছে না, যেটুকু অনুমান করা হচ্ছে ধ্রুব The Constant, নামে ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞাপণ.. যেখানে বলা ছিল সবাই সমান; ব্যাস ওইটুকুই, যদিও ওটা ক্লোসড লিঙ্ক তবু মনে হচ্ছে এর কোনও যোগাযোগ আছে ওই নুতুন 'ধ্রুব'র সাথে, ভাগ্যিস মিডিয়ার হাতে এখনো 'ধ্রুব'র খবরটা পৌছায়নি, নাহলে..., এই ৪৮ ঘন্টার মধ্যেই জানতে হবে সমস্ত ব্যাপারটা ।
অরিত্র সমন্ধে যেটুকু জানা গেছে তাতে বোঝা গেছে বিজ্ঞানের 'স্কলার' ৩য় বর্ষের ছাত্র, এখন কোনও কিছুরই অভাব নেই, যদিও সে ছোট থেকেই অনাথ । ইতিমধ্যে তার তৈরী বেশ কিছু গ্যাজেট বিশ্বে সারা জাগিয়েছে, যেমন বলা যেতেই পারে T3 বা 'TRACE THE TRUTH' গ্যাজেট... সব জায়গায় সমান প্রশংসিত,
কিন্তু তার অন্য সব গ্যাজেট এর মত 'T3'র পেটেন্ট সে কাউকে দেয়নি কেন এটাই বড় প্রশ্ন.. সে কী সত্যি অনেক বেশি কিছু জেনে গেছিলো !!, আর তার সর্বাধুনিক গ্যাজেটদের সদা সতর্ক দৃষ্টি এড়িয়ে কেউ তাকে এভাবে খুন করল স্রেফ এজন্যই !!,
ধ্রুব.. ধ্রুব কী একাজ করতে পারে; কিন্তু কী জন্য, কী বা তাদের মোটিভ !!
(ক্রমশ)
(সম্পুর্ন কল্পকাহিনী, বাস্তবের সাথে কোনও যোগ নেই)
[ গল্প লেখার তুচ্ছ প্রচেষ্টা ]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সালমান মাহফুজ ১৬/০৯/২০১৩চমৎকার ! এগিয়ে যাও ।
-
ভূপতি চক্রবর্তী জনি ১৬/০৯/২০১৩আরেকটু প্রাঞ্জল হলে ভালো ভাবে বুঝতে পারতাম।
-
suman ১৫/০৯/২০১৩শুভ আরম্ভ ...।
-
ওয়াহিদ ১৫/০৯/২০১৩Golpota Goyendar Moto ken ?
Matha Gurtese re Ovi Vai ??? -
ভানম আলয় ১৫/০৯/২০১৩অভি তুমিতো ভালই টেনশানে ফেলে দিলে......... এখন ঘুমানো ও কষ্টের হবে............ অপেক্ষায় থাকলাম......