পারাপার
ইচ্ছে ছিলো তোমার হাত
ধরে,
আঙুলগুলোকে ধরে রেখে আমার
হাতে
একসাথে পালাবো পৃথিবীর
পথ ছেড়ে... ,
পাড়ি জমাবো নিশীথের অচিন
মায়া রাজত্বে..
চলতে চলতে ক্লান্তও হলে আশ্রয় নেবো
মহাকাশের ধুলিকণায় বা কোনো
গ্রহাণুপূঞ্জে...;
এই গ্রহ ছেড়ে,
কিন্তু,
তার আগেই চলে গেছ
পার্থিবতার চাদরে জড়িয়ে
ভালোবাসার বন্ধন, আংটিটা
পরিয়ে..আমাকে,
তাই আমার আর যাওয়া হল না..
পালাতে পারলাম না এই গ্রহ ছেড়ে
সুদুরের কোনও
অচিন গাঁয়ে,
তবু হয়ত তুমি আছো সেথায়,
বাহুডোরে মালা গেঁথে
আজও আমার প্রতীক্ষায় ।
(July 17, 2013)
ধরে,
আঙুলগুলোকে ধরে রেখে আমার
হাতে
একসাথে পালাবো পৃথিবীর
পথ ছেড়ে... ,
পাড়ি জমাবো নিশীথের অচিন
মায়া রাজত্বে..
চলতে চলতে ক্লান্তও হলে আশ্রয় নেবো
মহাকাশের ধুলিকণায় বা কোনো
গ্রহাণুপূঞ্জে...;
এই গ্রহ ছেড়ে,
কিন্তু,
তার আগেই চলে গেছ
পার্থিবতার চাদরে জড়িয়ে
ভালোবাসার বন্ধন, আংটিটা
পরিয়ে..আমাকে,
তাই আমার আর যাওয়া হল না..
পালাতে পারলাম না এই গ্রহ ছেড়ে
সুদুরের কোনও
অচিন গাঁয়ে,
তবু হয়ত তুমি আছো সেথায়,
বাহুডোরে মালা গেঁথে
আজও আমার প্রতীক্ষায় ।
(July 17, 2013)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইসমাত ইয়াসমিন ৩০/১১/২০১৩ভাল লাগল।
-
אולי כולנו טועים ২৮/১১/২০১৩বিস্ময়কররকম সুন্দর !
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২৮/১১/২০১৩হয়তো তুমি আছো সেথায় আজও আমার প্রতীক্ষায়- খুব ভালো লেগেছে
-
সুলতান মাহমুদ ২৮/১১/২০১৩দারুন লেখা
-
সায়েম খান ২৮/১১/২০১৩পৃথিবীর পথ ছেড়ে না যাওয়াই ভাল। কারণ এটা ওয়ানওয়ে, গেলে আর ফিরে আসার উপায় নেই। ধন্যবাদ, আমার ব্লগে বেড়াতে আসবেন।