পাল্টাচ্ছি নিজেকে
খুব ইচ্ছে করছে আবার তোমার লেখাগুলো পড়ে
'ব্যাপক', 'ব্যাপক' বলতে.....
ইচ্ছে করছে তোমার ছবিগুলো দেখে আবারো 'দারুন' বলতে ...
তোমায় আলিঙ্গন করতে;
কিন্তু কিছুই বলছি না... কেন ?!!
সত্যি কী পাল্টেছি নিজেকে ....না নিজেকে পাল্টাবার চেষ্টায় মাত্র....... !!
ছায়াঘেরা সময়ে এখনো সন্ধ্যাতারা জ্বলে..
তবু সূর্যটা আজ অনেকটাই স্ম্লান বড় বাড়ির ছায়ায় হারিয়ে,
ছোট ফুলগুলো এখনো হয়ত নিষ্পাপ
তাই ছড়িয়ে ছিটিয়ে এখানে ওখানে,
চৌমাথায় দাড়িয়ে রাস্তাটা ভীষণ অদ্ভুত, অদ্ভুতুড়ে;
আলো প্রতিসরণ সুত্র মেনে চলছে তো... !!
মূর্তিগুলো এখনো একইভাবে দাড়িয়ে...... কোনও নড়ন-চড়ন নেই;
কিন্তু একটা মৃদু কম্পন উঠে আসছে ক্রমশ...
গ্রাস করছে আমাকে,
আমি কী পালাচ্ছি নিজের থেকে
অসময়ের এই ভরা সময়ে ?!!
ফিকে হচ্ছে সিগন্যালের লাল-সবুজ আলো.......
পাতলা হচ্ছে জনঅরণ্য,
ইচ্ছে হচ্ছেনা ফিরে যেতে...
হারিয়ে যেতে ওই অরণ্যের মাঝে
কথার চোরাটোপে.... শব্দের প্রাচীর, খনিতে
তলিয়ে যেতে,,,
বোধহয় বুঝে গেছি.....
সময়ের দুলুনি...
আর সময় পরিবর্তনশীল এই তথ্যটা...
তাই আর কিছুই ভাল লাগছে না.....
আজ সত্যি বোধহয় পাল্টেছি নিজেকে - ।
'ব্যাপক', 'ব্যাপক' বলতে.....
ইচ্ছে করছে তোমার ছবিগুলো দেখে আবারো 'দারুন' বলতে ...
তোমায় আলিঙ্গন করতে;
কিন্তু কিছুই বলছি না... কেন ?!!
সত্যি কী পাল্টেছি নিজেকে ....না নিজেকে পাল্টাবার চেষ্টায় মাত্র....... !!
ছায়াঘেরা সময়ে এখনো সন্ধ্যাতারা জ্বলে..
তবু সূর্যটা আজ অনেকটাই স্ম্লান বড় বাড়ির ছায়ায় হারিয়ে,
ছোট ফুলগুলো এখনো হয়ত নিষ্পাপ
তাই ছড়িয়ে ছিটিয়ে এখানে ওখানে,
চৌমাথায় দাড়িয়ে রাস্তাটা ভীষণ অদ্ভুত, অদ্ভুতুড়ে;
আলো প্রতিসরণ সুত্র মেনে চলছে তো... !!
মূর্তিগুলো এখনো একইভাবে দাড়িয়ে...... কোনও নড়ন-চড়ন নেই;
কিন্তু একটা মৃদু কম্পন উঠে আসছে ক্রমশ...
গ্রাস করছে আমাকে,
আমি কী পালাচ্ছি নিজের থেকে
অসময়ের এই ভরা সময়ে ?!!
ফিকে হচ্ছে সিগন্যালের লাল-সবুজ আলো.......
পাতলা হচ্ছে জনঅরণ্য,
ইচ্ছে হচ্ছেনা ফিরে যেতে...
হারিয়ে যেতে ওই অরণ্যের মাঝে
কথার চোরাটোপে.... শব্দের প্রাচীর, খনিতে
তলিয়ে যেতে,,,
বোধহয় বুঝে গেছি.....
সময়ের দুলুনি...
আর সময় পরিবর্তনশীল এই তথ্যটা...
তাই আর কিছুই ভাল লাগছে না.....
আজ সত্যি বোধহয় পাল্টেছি নিজেকে - ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২৯/০৯/২০১৩
-
সহিদুল হক ২৯/০৯/২০১৩বেশ হয়েছে কবিতা। আর একটু গভীরতা চাই।
-
সুবীর কাস্মীর পেরেরা ২৯/০৯/২০১৩সময়ের অনুভূতিটা আপন মনের জানালায় উকি দেয়। আমরা চেয়ে দেখি দক্ষিণা সমীরণ।
আগে অনেক কারণে উদারতায় সীমাবদ্ধতা ছিল
আজ মনে হচ্ছে উচ্ছ্বসিত প্রশংসা করি
সীমাবদ্ধতা অতিক্রম করতে পাল্টেছি নিজেকে
অনেক সুন্দর অভিব্যক্তি! দারুণ