অন্তরতর অন্তরতম
অন্তরতর অন্তরতম
_________________
আমার রক্ত চাই.....
অনেক অনেক রক্ত ,
সেই রক্তে চুবে আমার পিঙ্গল হৃদয়টা
আবার লাল হবে ,
তখন দেবো আমার রক্তে রাঙানো
একটা রক্ত গোলাপ তোমাকে,
আমায় মরুভূমি দাও....
তাতে আমার পিঙ্গল হৃদয় আরও তৃষ্ণার্ত হবে...
পাথর বালির হাহকারে সেটা আরও রক্তাত্য হয়ে
আবার লাল হবে ,
তখন তোমায় দেবার জন্য একটা মরুদ্যান...
আর তাতে ফুটে থাকা একটা গোলাপ .....
আমার হৃদয়ের রক্তে রাঙানো
রক্ত গোলাপ তোমার তরে ,
আমায় উষ্ণতা দাও....... অনেক অনেক উষ্ণতা,
সেই উষ্ণতায় পুড়ে যাবে সব সবুজ.......
আর পুড়িয়ে দেবো সেই সব চোখের
সেই দৃষ্টিকে যারা তোমায় ছিনিয়ে নিতে চায় ,
আসতে দেয়না কখনো আর আমার কাছে ...
পুড়িয়ে দেবো তাদেরকেও.... জেনো ধ্বংস অনিবার্য ,
আর আমার (আত্মার) একটা শরীর দাও....
সেই শরীরে শুধু থাকবে তোমার অবয়ব....
যখন তুমি অন্তরতর ... অন্তরতম ।
_________________
আমার রক্ত চাই.....
অনেক অনেক রক্ত ,
সেই রক্তে চুবে আমার পিঙ্গল হৃদয়টা
আবার লাল হবে ,
তখন দেবো আমার রক্তে রাঙানো
একটা রক্ত গোলাপ তোমাকে,
আমায় মরুভূমি দাও....
তাতে আমার পিঙ্গল হৃদয় আরও তৃষ্ণার্ত হবে...
পাথর বালির হাহকারে সেটা আরও রক্তাত্য হয়ে
আবার লাল হবে ,
তখন তোমায় দেবার জন্য একটা মরুদ্যান...
আর তাতে ফুটে থাকা একটা গোলাপ .....
আমার হৃদয়ের রক্তে রাঙানো
রক্ত গোলাপ তোমার তরে ,
আমায় উষ্ণতা দাও....... অনেক অনেক উষ্ণতা,
সেই উষ্ণতায় পুড়ে যাবে সব সবুজ.......
আর পুড়িয়ে দেবো সেই সব চোখের
সেই দৃষ্টিকে যারা তোমায় ছিনিয়ে নিতে চায় ,
আসতে দেয়না কখনো আর আমার কাছে ...
পুড়িয়ে দেবো তাদেরকেও.... জেনো ধ্বংস অনিবার্য ,
আর আমার (আত্মার) একটা শরীর দাও....
সেই শরীরে শুধু থাকবে তোমার অবয়ব....
যখন তুমি অন্তরতর ... অন্তরতম ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সালমান মাহফুজ ১৮/০৯/২০১৩চমৎকার চিত্রণ ।
-
প্রকাশ রায় ১৮/০৯/২০১৩পিঙ্গল মানে কি??
-
পল্লব ১৭/০৯/২০১৩সুন্দর লিখেছেন বেশ!
-
ইব্রাহীম রাসেল ১৭/০৯/২০১৩--ভালো কিছু শব্দের ব্যবহার পেলাম।--