অনন্ত
অনন্ত....
---------------
সময় ছুটে যাচ্ছে
শব্দের থেকেও জোরে.....
আলোককনায় নিজেদের মেলে ধরবে বলে
বাতাসের মৃদু আলিঙ্গনে,
মেলার মাঠে ভিড় ....
ঠাসাঠাসি করে থাকা শব্দেরা
পরিণত উল্লাসে;
আবার শুরু হলো
নাগোরদোলার ঘোরা,
আস্তে থেকে ক্রমশ জোরে...
পালাচ্ছে সময়েরা হুড়মুড়িয়ে
একে অন্যের ঘাড়ে চড়ে,
আর পালাচ্ছি আমি...
বাস্তব ছেড়ে শূন্যর
খোঁজে,
পেছনে পড়ে আছে সব স্মৃতিকথা ...
কিছু পুরানো মলাট....
রঙিন বই;
আরও কিছু জলছবি
শোলার চালচিত্র
কিছু চেনা স্পর্শ আর
অচেনা হওয়া কিছু ঠিকানা,
হঠাত্ থামল নাগোরদোলা
মাঝবরাবর
যেন
স্বর্গ ও মর্ত্যের মাঝে
আলোকের ভরা সংসার ছেড়ে
খানিক উঁচুতে,
বাস্তবের মাটি ছেড়ে
আমিও অনেক উঁচুতে...
মহাশূন্যের পথে বিলীন হতে,
সাধের নাগরদোলায় চড়ে....
---------------
সময় ছুটে যাচ্ছে
শব্দের থেকেও জোরে.....
আলোককনায় নিজেদের মেলে ধরবে বলে
বাতাসের মৃদু আলিঙ্গনে,
মেলার মাঠে ভিড় ....
ঠাসাঠাসি করে থাকা শব্দেরা
পরিণত উল্লাসে;
আবার শুরু হলো
নাগোরদোলার ঘোরা,
আস্তে থেকে ক্রমশ জোরে...
পালাচ্ছে সময়েরা হুড়মুড়িয়ে
একে অন্যের ঘাড়ে চড়ে,
আর পালাচ্ছি আমি...
বাস্তব ছেড়ে শূন্যর
খোঁজে,
পেছনে পড়ে আছে সব স্মৃতিকথা ...
কিছু পুরানো মলাট....
রঙিন বই;
আরও কিছু জলছবি
শোলার চালচিত্র
কিছু চেনা স্পর্শ আর
অচেনা হওয়া কিছু ঠিকানা,
হঠাত্ থামল নাগোরদোলা
মাঝবরাবর
যেন
স্বর্গ ও মর্ত্যের মাঝে
আলোকের ভরা সংসার ছেড়ে
খানিক উঁচুতে,
বাস্তবের মাটি ছেড়ে
আমিও অনেক উঁচুতে...
মহাশূন্যের পথে বিলীন হতে,
সাধের নাগরদোলায় চড়ে....
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২৯/০৯/২০১৩
-
אולי כולנו טועים ২৯/০৯/২০১৩arekti sundor kobita...
arokom aro chai kobi !! -
ইব্রাহীম রাসেল ২৮/০৯/২০১৩চালিয়ে যাও অভি---
-
নির্ঝর রাজু ২৮/০৯/২০১৩কাব্যরসে যেনবা একটু পদার্থশাস্ত্রের ঘ্রান পেলুম, যাই হোক কবিতা পাঠে হারিয়ে যেতে হয় পরাবাস্তব জগতে যেখানে কেবল নাগরদোলার ঘুর্নন কিংবা সেচ্ছায় পালানো...
দারুন লিখেছেন অভিদা!
নির্ঝরের ব্লগে নিমন্ত্রন রইল.. -
সুবীর কাস্মীর পেরেরা ২৮/০৯/২০১৩আবারও ফিরিয়ে নিয়ে গেলে সেই দিনে, সেই ক্ষণে।অসাধারণ অভি
-
মীর শওকত ২৮/০৯/২০১৩খুব সুন্দর
কখনো অতীতে কোনো ক্ষত বিক্ষত
স্মৃতিতে, কখনো ভবিষ্যতে উদ্ভাসিত
ঘটনাতে নিয়ে চলে অনন্ত অভিযানে
খুব গভীর ভাবনার প্রকাশ ঘটেছে কবিতায়