একটি গাছ ও আত্মারা
দুপুর হয় মাথাটা ভার ভার লাগে
তারপর ঝিম ধরা সন্ধ্যে আসে..
কালের ঝিমুনি নিয়ে চোখে,
তিন তলায়, তিনের অপভ্রংশে
এখনো জরাগ্রস্ত বিছানা;
হলুদ দিন ডিম পেরেছে..
শুয়োপোকা এখন প্রজাপ্রতি হয়েছে,
সব পাতা ঝেড়ে দিয়ে
গাছটা ক্রমশ নির্লজ্জ হচ্ছে...
তারপর ঝিম ধরা সন্ধ্যে আসে..
কালের ঝিমুনি নিয়ে চোখে,
তিন তলায়, তিনের অপভ্রংশে
এখনো জরাগ্রস্ত বিছানা;
হলুদ দিন ডিম পেরেছে..
শুয়োপোকা এখন প্রজাপ্রতি হয়েছে,
সব পাতা ঝেড়ে দিয়ে
গাছটা ক্রমশ নির্লজ্জ হচ্ছে...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ২৫/১১/২০১৩খুব ভালো লাগলো ।