নিষিদ্ধমনস্কতা
নিষিদ্ধমনস্কতা....
-----------------------
তোমার শরীরে হাত রাখবো
পুড়ে যাব লাল উষ্ণতায়,
তোমার ঠোটে চুমু খাবো... (তখন সবাই থুতু দেবে)
ভেসে যাবো বিষ থুতুতে...মৃত্যুর উন্নাসিকতায়,
পৌছে গিয়ে নীল নদের তীরে..
পরে থাকবো ইতস্তত ছড়ানো সাদা পাথর হয়ে ...,
চোখের তলায় বসে থাকা কাটাকুটি ও ক্ষতচিহ্ন
ঢাকবো কালো গরল মাস্কারায়,
ওগুলো আমার অ্যাডাল্ট হওয়ার প্রমাণ স্বরূপ...
ওগুলো ঢাকলেই..
তবেই রোজগার ঠিকঠাক, একটু বেশি হয়...
মাস্কারার আস্কারায় তোমার এই নিষিদ্ধ
নগরীতে,
ভেবেছিলাম সাধারণের সাথে মিশে লাল নীল...
রঙিন স্বপ্নের চশমা পড়ব.. ভালোবাসার বুদবুদ
মেখে,
কিন্তু বেনীল আকাশ ভেজালের সাথে মিশে
ওটা চুরি করেছে ....
ছিনিয়ে নিয়েছে...
সেই কবেই, ছোটবেলার সেই মেয়েবেলায়...
আমাকে আরও জন্মান্ধ করে,
এখনো শুনতে পাই
রাণীর কান্না...,
মিশে যায় নীল নদে.... নীল জলের তলে
আরও গভীরে,
রাণীর নগরী কী নিষিদ্ধ ছিল !!
.....জানতে আবার জন্ম নেব
তোমাদের এই নগরে.... নিষিদ্ধনগরীতে
আরও নিষিদ্ধমনস্কতা নিয়ে
-----------------------
তোমার শরীরে হাত রাখবো
পুড়ে যাব লাল উষ্ণতায়,
তোমার ঠোটে চুমু খাবো... (তখন সবাই থুতু দেবে)
ভেসে যাবো বিষ থুতুতে...মৃত্যুর উন্নাসিকতায়,
পৌছে গিয়ে নীল নদের তীরে..
পরে থাকবো ইতস্তত ছড়ানো সাদা পাথর হয়ে ...,
চোখের তলায় বসে থাকা কাটাকুটি ও ক্ষতচিহ্ন
ঢাকবো কালো গরল মাস্কারায়,
ওগুলো আমার অ্যাডাল্ট হওয়ার প্রমাণ স্বরূপ...
ওগুলো ঢাকলেই..
তবেই রোজগার ঠিকঠাক, একটু বেশি হয়...
মাস্কারার আস্কারায় তোমার এই নিষিদ্ধ
নগরীতে,
ভেবেছিলাম সাধারণের সাথে মিশে লাল নীল...
রঙিন স্বপ্নের চশমা পড়ব.. ভালোবাসার বুদবুদ
মেখে,
কিন্তু বেনীল আকাশ ভেজালের সাথে মিশে
ওটা চুরি করেছে ....
ছিনিয়ে নিয়েছে...
সেই কবেই, ছোটবেলার সেই মেয়েবেলায়...
আমাকে আরও জন্মান্ধ করে,
এখনো শুনতে পাই
রাণীর কান্না...,
মিশে যায় নীল নদে.... নীল জলের তলে
আরও গভীরে,
রাণীর নগরী কী নিষিদ্ধ ছিল !!
.....জানতে আবার জন্ম নেব
তোমাদের এই নগরে.... নিষিদ্ধনগরীতে
আরও নিষিদ্ধমনস্কতা নিয়ে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ৩০/০৯/২০১৩
-
চোখের আলোয়_সম্পূর্ণা ২৯/০৯/২০১৩সুন্দর...
-
ইব্রাহীম রাসেল ২৯/০৯/২০১৩--শেষ হলো নাকি আরো চরণ আছে।
-
দীপঙ্কর বেরা ২৯/০৯/২০১৩ভাবনাটাই ছড়িয়ে পড়ছে দিগন্তে থেকে দিগন্তে ।
-
বিশ্বজিৎ বণিক ২৯/০৯/২০১৩অসাধারণ নামকরন ।
সুশীল বর্ণনাময় ,
অনবদ্য লেখনি ।
ভীষণ ভালো লেগেছে ।
wonderful !!