নীল আকাশের পরে
একাকী পাহাড় জেগে থাকে
নীল আকাশের পানে চেয়ে...
সময় চলে যায়, বছর কেটে যায়;
কেটে যায় দিন এসে যায় রাত,
জনমানবহীন প্রান্তরে ঘুমোচ্ছে পৃথিবী
আর একাকী জেগে সে;
পাহাড়ের বেশ খুশি খুশি লাগে....
রাতটা কত সুন্দর,
সকলের কোলাহল ছড়িয়ে
কী অপূর্ব নিস্তব্দ্ধতা তার
সারা শরীর জুড়ে,
এবার পৃথিবী আর পারবেনা
নীল আকাশের পরে তার প্রিয়তমা
লুকিয়ে রাখতে;
নীল রঙে হারিয়ে,
হাত বাড়িয়ে সে ছুঁয়ে নেবে নীল আকাশটা
আর তারপর ঠিক খুঁজে নেবে তার প্রিয়তমাকে
পৃথিবীর পর সেই অজানা শুধু নীল গ্রহটা থেকে........
খুঁজতে তাকে হবেই....
না হলে তো বাচবেনা এই পৃথিবীটাও ।
(একাকী পাহাড়ের ছবি )
নীল আকাশের পানে চেয়ে...
সময় চলে যায়, বছর কেটে যায়;
কেটে যায় দিন এসে যায় রাত,
জনমানবহীন প্রান্তরে ঘুমোচ্ছে পৃথিবী
আর একাকী জেগে সে;
পাহাড়ের বেশ খুশি খুশি লাগে....
রাতটা কত সুন্দর,
সকলের কোলাহল ছড়িয়ে
কী অপূর্ব নিস্তব্দ্ধতা তার
সারা শরীর জুড়ে,
এবার পৃথিবী আর পারবেনা
নীল আকাশের পরে তার প্রিয়তমা
লুকিয়ে রাখতে;
নীল রঙে হারিয়ে,
হাত বাড়িয়ে সে ছুঁয়ে নেবে নীল আকাশটা
আর তারপর ঠিক খুঁজে নেবে তার প্রিয়তমাকে
পৃথিবীর পর সেই অজানা শুধু নীল গ্রহটা থেকে........
খুঁজতে তাকে হবেই....
না হলে তো বাচবেনা এই পৃথিবীটাও ।
(একাকী পাহাড়ের ছবি )
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরজু নাসরিন পনি ৩১/১০/২০১৩
-
אולי כולנו טועים ৩১/১০/২০১৩অপূর্ব। ..অপূর্ব সুন্দর
শব্দের সমাহার, প্রানবন্ত একটি
কবিতার জন্ম হলো l প্রাণ ছুয়ে যাবার মতই লেখনি ! -
দীপঙ্কর বেরা ৩১/১০/২০১৩Khub sundar bhabna .bhalo laglo
শুভকামনা রইল ।।