আমার শহর আনন্দের শহর
আমার শহর ..... আনন্দের শহর
____________________
চারদিক ঘেরা অনেক দুঃখ
ও যন্ত্রনা,
অনেকের অনেক চাওয়া তার থেকে
বেশি
না পাওয়ার হিসাব,
কিছু ভাঙাচোরা বাড়ি
অন্ধকার পাঁচিল..
স্যাতস্যাতে গলি
ফাঁদ পেতে থাকা সরীসৃপ
আর পুরস্কারের অযথা
হাতছানি... ;
পেরিয়ে
আরও কিছু মাইল পরে
পুরানো শহরের শরীরে
জেগে থাকা এক তরুণ.....
গল্প কবিতা প্রেম
সঙ্গীতের আবেগে আবেগি
এক শহর,
আকাশছোয়া বাড়ি...
নিত্যনতুন শপিং মল
ছুঁয়েছে আধুনিকতা
তবু এখনো ছাড়েনি
সাবেকিয়ানা,
পাড়ায় পাড়ায় আড্ডা
রক এর ঠেক
ধোয়া ওঠা চায়ে রাজনীতির
ঘ্রাণ..
পাল্টায়নি কিছুই,
আরও একবার উঠছে
সেজে
শরতের শুভ্রতায়
শারদিয়া রঙে রেঙে
আমার শহর ..... আনন্দের শহর হয়ে ।
____________________
চারদিক ঘেরা অনেক দুঃখ
ও যন্ত্রনা,
অনেকের অনেক চাওয়া তার থেকে
বেশি
না পাওয়ার হিসাব,
কিছু ভাঙাচোরা বাড়ি
অন্ধকার পাঁচিল..
স্যাতস্যাতে গলি
ফাঁদ পেতে থাকা সরীসৃপ
আর পুরস্কারের অযথা
হাতছানি... ;
পেরিয়ে
আরও কিছু মাইল পরে
পুরানো শহরের শরীরে
জেগে থাকা এক তরুণ.....
গল্প কবিতা প্রেম
সঙ্গীতের আবেগে আবেগি
এক শহর,
আকাশছোয়া বাড়ি...
নিত্যনতুন শপিং মল
ছুঁয়েছে আধুনিকতা
তবু এখনো ছাড়েনি
সাবেকিয়ানা,
পাড়ায় পাড়ায় আড্ডা
রক এর ঠেক
ধোয়া ওঠা চায়ে রাজনীতির
ঘ্রাণ..
পাল্টায়নি কিছুই,
আরও একবার উঠছে
সেজে
শরতের শুভ্রতায়
শারদিয়া রঙে রেঙে
আমার শহর ..... আনন্দের শহর হয়ে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৫/১০/২০১৩এমন আনন্দের শহর যদি সবখানে থাকতো। খুব ভালো লেগেছে
-
ইব্রাহীম রাসেল ০৩/১০/২০১৩--বাহ ভালই চলছে তোমার হাত বুঝি পেকেছে
-
সহিদুল হক ০৩/১০/২০১৩খুব সুন্দর।