মনে কি পড়ে
তোমার কি এখনো মনে
পড়ে
মনে পড়ে...
রক্তিম সূর্য অস্ত যেত যে
ঘাটে...
সেখানে আমার নিত্য যাওয়া
আসা,
মনে কী পড়ে
গাঙচিল উড়ে যেত
শালিকেরা গান শোনাত...
মাছরাঙ্গার সুরে
সেই পুকুরে মাছ ধরতাম
ছিপ হাতে
পাশাপাশি বসে,
মনে পড়ে কি
বেনিমাধব শীলের পলেস্তরা খসা
সেই বাড়ি .......সেখানে,
... যেখানে
দেদার আড্ডা চলত সমানে
মুড়ি তেলেভাজার সাথে,
এখন...
তোমার কী এসব কিছুই মনে পড়ে না
আর মনে কী পড়েনা আমাকে....
কখনো সখনো !!
কবিতার আসর
পড়ে
মনে পড়ে...
রক্তিম সূর্য অস্ত যেত যে
ঘাটে...
সেখানে আমার নিত্য যাওয়া
আসা,
মনে কী পড়ে
গাঙচিল উড়ে যেত
শালিকেরা গান শোনাত...
মাছরাঙ্গার সুরে
সেই পুকুরে মাছ ধরতাম
ছিপ হাতে
পাশাপাশি বসে,
মনে পড়ে কি
বেনিমাধব শীলের পলেস্তরা খসা
সেই বাড়ি .......সেখানে,
... যেখানে
দেদার আড্ডা চলত সমানে
মুড়ি তেলেভাজার সাথে,
এখন...
তোমার কী এসব কিছুই মনে পড়ে না
আর মনে কী পড়েনা আমাকে....
কখনো সখনো !!
কবিতার আসর
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুবীর কাস্মীর পেরেরা ০৬/১০/২০১৩অসাধারণ লিখেছ অভি
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৫/১০/২০১৩স্মৃতিবিজরিত কবিতা পড়ে ভালো লাগল
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৫/১০/২০১৩খুবই সুন্দর নষ্টালজিক কবিতা।