www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কলকাতা ও স্বপ্নের সরণি

পার্ক স্ট্রীট এ যতবারই মন ভাল হয়ে যায়.....একটা আলাদা চার্ম আছে,
ফিরে এসে বইপাড়ায়, CU (Calcutta University) এর আসে পাশের রাস্তাটা ও অসম্ভব প্রিয়, নতুন বই ...পুরানো বই .....
বইয়ের গন্ধগুলো নাকে লেগে থাকে ভাসতে থাকে, আমন্ত্রন জানায় ! কী কিনব ঠিক করতে পারি না ,
রাশ্তাটা দিয়ে কিছুটা গেলেই এক প্রাচীন ও ঐতিহ্যবাহী কলেজ....খুব চেনা কারুর, পাশে হেদুয়া.....
কত দারুন দারুন গলি , বন্ধুদের বাড়ি ...কত ক্রিকেট খেলেছি এই অলি গলিতে ,
ফূট্পাথের পাশে-আজ দাড়িয়ে সেই কৃষ্ণচূড়া..রংটা এখন একটু ফিকে হয়েছে, শীতের সকালে কতবার দৌড়েছি এই রাস্তা ধরে.....
এখনো বারবারই ইচ্ছে হয় এই রাস্তা দিয়ে আবার হাটতে ,

আরও খানিকটা গিয়ে বাগবাজার এর চেনা প্রশস্ত রাস্তা, শাখের দোকানের সারি আর ..
মনে পরছে পুজোর সময় কত ভিড়....,
সন্ধ্যা নামল বলে..গঙ্গা আরতি শুরু হল..... দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল ,

অজস্র গরম আর ভাল লাগছে না -কলেজ কেটে বন্ধুদের সাথে বন্ধুদের নিয়ে কিছু অলি গলি পেরিয়ে এসে উপস্থিত
কুমোরটুলি ঘাটে ,
গঙ্গার হাওয়া সমানে ভাবিত করছে.. মন উদাসী হয়ে খেলে বেড়াচ্ছে জলের সাথে.........
এমন সময় একটা সিলভার কালার এর স্যান্ট্ট্রো এসে থামল...
আর গাড়ি থেকে যে বেরিয়ে এল তাকে ভাবতে পারিনি....এখনো স্বপ্ন মনে হয়.....
সে তখন বেশ জনপ্রিয় সব কলেজ স্টুডেন্ট দের কাছে...

সে রূপম ইসলাম ছাড়া আর কেউ নয় ... চোখে রিমলেস চশমা... হাতে একটা দারুন ঘড়ি মুখে সেই হাসি,
আর পরনে নীল জিন্স ,

একলা ঘর গানটা দারুন লাগত তখন, বন্ধুরা তাকে ছেকে ধরে প্রশ্ন করতে লাগলো, কেবল আমি নিশ্চুপ !
'ফোঁনটা বোবা কেন?' এই প্রশ্নটা এখনো মনে আছে .. দারুন উত্তর দিয়েছিলো বা বুঝিয়ে দিয়েছিলো রূপম,

কী করি আমরা ..... কোন কলেজ এ পরি.....জেনে নিযে ঝড় আসছে বলে বিদায় জানিয়ে গাড়িতে গিয়ে উঠ্ল...
আমাদের পাশে থাকা লোকটির কৌতুহল মিটিয়ে দিলাম ওর নাম বলে..... না জেনে বেশ খুশি ছিল ,
নাম শুনে নাক কোচকালো ,

৭,১০ মিনিটের মুলাকাত..........তবু এখনো মনে আছে .....
ওখানে এর পড়েও গেছি তবু আর দেখা হয়নি..এর পর সব কটা সো ওর দেখেছিলাম ,
তবু সেই দুঃখটা এখনো রয়ে গেছে... ক্যামেরা মোবাইল না থাকায়... ছবি তুলতে পারিনি,

আর ও কিছু স্বপনের সরণি হয়েছে এইভাবে .......
(ক্রমশ প্রকাশ্য)
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ৮৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার উপস্থাপনা, মনে পড়ছে কলেজ স্ট্রীট গিয়েছিলাম কিছু বই কিনতে আর সেই বিখ্যাত কফি হাউসটি দেখতে
    • Înšigniã Āvî ২২/০৯/২০১৩
      অনেক ধন্যবাদ জানাই....
      আমার ও ভীষণ মনে পড়ে, এখন প্রায় কলেজস্ট্রীট যাওয়াই হয়না ।
  • אולי כולנו טועים ২২/০৯/২০১৩
    কলকাতা স্বপ্নের শহর, তাইনা ?
    চলে আসবো বেড়াতে যে কোনো দিন !
    যদিও, একবারই গিয়েছি কলকাতায়,
    অজস্র গল্প - উপন্যাস, চলচিত্রে
    কলকাতা মনের মাঝে গেথে আছে !!

    অনন্যসাধারণ লেখনি - এরকম আরো চাই।
    কবি বুঝি খুব ফ্যাশন সচেতন ?
    আমার নিজেরও খুব প্রিয় রিমলেস গ্লাস,
    ব্লু ডেনিম ট্রাউসার - Gucci's !!
    • Înšigniã Āvî ২২/০৯/২০১৩
      অনেক ধন্যবাদ জানাই....
      কলকাতা স্বপ্নের শহর তো বটেই তার সাথে City of Joy,
  • আহমেদ রব্বানী ২১/০৯/২০১৩
    কলকাতা ইস্ কবে সেখানে যাব?স্বপ্ন বুনি বুকে!!
    • Înšigniã Āvî ২২/০৯/২০১৩
      অনেক ধন্যবাদ জানাই....
      শীঘ্রই চলে আসুন... এখন কলকাতা আরও মোহময়ি, উত্সবের আমোজে আলোর ঔজ্জ্বল্যে ।
      • আহমেদ রব্বানী ২২/০৯/২০১৩
        কলকাতা যাওয়া স্বপ্ন আমার অনেক দিনের দাদা।
 
Quantcast