কবিতা আর আমি
কবিতা লিখি..... লিখতে খুব ভালোবাসী, বিচার করে দেখিনা কেমন লিখি আর তাই নির্বিচারে লিখে যাচ্ছি।কিন্তু কবিতা ঠিক কী... ভীষণ জানতে ইচ্ছে করে, এক বন্ধুর জোরাজুরিতে প্রথম লিখতে শুরু করি সেই আমার ইন্সপিরেশন । তার নাম অন্য কোথাও বলা যাবে মূল প্রশ্নে ফিরি....... কবিতা ঠিক কী ।
কবিতা আমার কাছে একটা ন্যাচারাল ফ্লো... ঝর্ণা বা জীবন।
------------- -------
কখন বা শুরু
আর কখনই বা
শেষ হবে সেই জীবন
খুঁজে চলেছি সেই উত্স অনন্তকালের
যাত্রী হয়ে,
পথে যেতে যেতে পরে অসংখ্য
বাঁক....
সেই বাঁকে অজানার আশঙ্কায়
মন ও ক্রমশ শঙ্কায়,
তবু সেখানেই পেলাম কিছু
বন্ধু ....
বন্ধুত্বের অনাবিল আনন্দ;
উষ্ণতা,
দূর হল সব শঙ্কা..
গাইছি মোরা জীবনের গান
একসাথে রামধনু রঙে,
পথের ক্লান্তি ভুলিয়ে দিলো
পথেরই অপরূপ শোভা
আর কুড়িয়ে পাওয়া মণিমুক্তোর
দ্যুতি...
তাকিয়ে দেখি সেখানে বড় বটের
ছায়ায়...
বেড়ে ওঠে ছোট বটের চারা,
..... এমন জগতই তো খুঁজছিলাম
অনন্তকালের যাত্রী হয়ে ।
---------- ------
আমি কবিতায় সবে নবীন তাই বড়রা কবিতা নিয়ে লেখার এই ধৃষ্টতা আর আমায় মাফ করবে এটা আশা রাখি ।
কবিতা আমার কাছে একটা ন্যাচারাল ফ্লো... ঝর্ণা বা জীবন।
------------- -------
কখন বা শুরু
আর কখনই বা
শেষ হবে সেই জীবন
খুঁজে চলেছি সেই উত্স অনন্তকালের
যাত্রী হয়ে,
পথে যেতে যেতে পরে অসংখ্য
বাঁক....
সেই বাঁকে অজানার আশঙ্কায়
মন ও ক্রমশ শঙ্কায়,
তবু সেখানেই পেলাম কিছু
বন্ধু ....
বন্ধুত্বের অনাবিল আনন্দ;
উষ্ণতা,
দূর হল সব শঙ্কা..
গাইছি মোরা জীবনের গান
একসাথে রামধনু রঙে,
পথের ক্লান্তি ভুলিয়ে দিলো
পথেরই অপরূপ শোভা
আর কুড়িয়ে পাওয়া মণিমুক্তোর
দ্যুতি...
তাকিয়ে দেখি সেখানে বড় বটের
ছায়ায়...
বেড়ে ওঠে ছোট বটের চারা,
..... এমন জগতই তো খুঁজছিলাম
অনন্তকালের যাত্রী হয়ে ।
---------- ------
আমি কবিতায় সবে নবীন তাই বড়রা কবিতা নিয়ে লেখার এই ধৃষ্টতা আর আমায় মাফ করবে এটা আশা রাখি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৭/১০/২০১৩মনের কথাই বলেছেন।
-
ভানম আলয় ২৭/০৯/২০১৩অভি একদম আমার মনের কথাই লিখেছ, আমার মত পাঠকের জন্য এর চেয়ে ভাল কবিতা আর কি হতে পারে?
-
সুবীর কাস্মীর পেরেরা ২৭/০৯/২০১৩অভি তুমি খুব ভাল লিখ চালিয়ে যাও। আমার গল্পে তো তুমি থাকছই।
-
সালমান মাহফুজ ২৬/০৯/২০১৩কবিতা কী ? এটা নিয়ে সাহিত্যে যত তর্ক-বিতর্ক হয়েছে, অন্য কোন শাখা নিয়ে এতটা হয় নি । তবে আমি মনে করি, অনুভূতির অকৃত্রিম প্রতিচ্ছবিকে যথাপোযক্ত শব্দ দ্বারা চিত্রায়িত করার নামই কবিতা ।
তবে এটা একটা স্বাধীন শিল্প । থাকতে হাজারো মত থাকতে পারে । -
ভূপতি চক্রবর্তী জনি ২৬/০৯/২০১৩আপনি আসলেই অনেক সুন্দর লিখেন ।