সুখী সমাপ্তি
তোর চোখ ছুঁয়ে যায়
আমার স্বপ্নেরা,
ঠোট ছুঁয়ে শব্দের প্রতীক্ষায়
কিছু না বলা কথারা;
সময়ের হিসাবে ওগুলো
বাসি হয়েছে,
ফ্যানটা আর ঘুরছে না
অ্যাশট্রেটাও ফাঁকা
পড়ে আছে আরও পুরানো;
শুকনো কিছু সিগারেট
উইল্স ইনসিগনিয়া
জ্বলবেনা আর কখনোই,
যখন এইভাবে সবকিছু
সমাপ্ত..
(টাটা বন্ধুরা, পুজো সবার ভাল কাটুক)
আমার স্বপ্নেরা,
ঠোট ছুঁয়ে শব্দের প্রতীক্ষায়
কিছু না বলা কথারা;
সময়ের হিসাবে ওগুলো
বাসি হয়েছে,
ফ্যানটা আর ঘুরছে না
অ্যাশট্রেটাও ফাঁকা
পড়ে আছে আরও পুরানো;
শুকনো কিছু সিগারেট
উইল্স ইনসিগনিয়া
জ্বলবেনা আর কখনোই,
যখন এইভাবে সবকিছু
সমাপ্ত..
(টাটা বন্ধুরা, পুজো সবার ভাল কাটুক)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রোদের ছায়া ২১/১০/২০১৩পূজা ঈদ সবই তো হল আপনি কোথায় হারালেন ? সময় আনন্দে কাটুক যেখানেই থাকুন ।
-
suman ১২/১০/২০১৩দারুণ ...
-
সহিদুল হক ১১/১০/২০১৩সমাপ্তি মানে? ফিরবে কবে?
শারদীয়ার শুভেচ্ছা নিও। -
ফাল্গুনী আলম ১১/১০/২০১৩এভাবে বিদায় জানাবেন না, বন্ধু।
এমন সুন্দর লেখা যে আমরা আরো চাই !! -
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১১/১০/২০১৩চমৎকার হয়েছে।খুবই সল্প পরিসরে ব্যপক ভাবনা।ভালো লাগলো।খুশি হলাম।ধন্যবাদ কবি কে।