বৃষ্টি শেষ (না জানিয়ে)
বৃষ্টি নেমেছে শহরের গা ঘেষে
ঝিরি ঝিরি বৃষ্টি;
গাড়ির কাঁচ ক্রমশ ঝাপসা
ভিজে যাচ্ছে শহর,
আরো ঝাপসা কিছু পুরানো
সাইনবোর্ড... মেঘলা চারপাশ,
বোধহয় একটা 'ইউ টার্ন' এর দরকার
ছিল...
ব্রিজটা এখনো চালু হয়নি;
এরপর কিছু কাগজে শিরোনাম..
প্রশ্নোত্তর পালা
ও মন্ত্রী সাংবাদিক ট্রাফিক এর
'কবাডি-কবাডি' খেলা,
যদিও ম্যাচটা ড্র ছিল
বোধহয়....
তাই উত্তর, উত্তর এসেছিল -
"কাল একটা অ্যাকসিডেণ্ট হয়েছিল" ।
ঝিরি ঝিরি বৃষ্টি;
গাড়ির কাঁচ ক্রমশ ঝাপসা
ভিজে যাচ্ছে শহর,
আরো ঝাপসা কিছু পুরানো
সাইনবোর্ড... মেঘলা চারপাশ,
বোধহয় একটা 'ইউ টার্ন' এর দরকার
ছিল...
ব্রিজটা এখনো চালু হয়নি;
এরপর কিছু কাগজে শিরোনাম..
প্রশ্নোত্তর পালা
ও মন্ত্রী সাংবাদিক ট্রাফিক এর
'কবাডি-কবাডি' খেলা,
যদিও ম্যাচটা ড্র ছিল
বোধহয়....
তাই উত্তর, উত্তর এসেছিল -
"কাল একটা অ্যাকসিডেণ্ট হয়েছিল" ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপঙ্কর বেরা ৩০/১১/২০১৩বেশ । ভাল লাগল ।
-
אולי כולנו טועים ২৯/১১/২০১৩khub sundor, khub valo laglo !
-
মুজিবুর রহমান মুনীর ২৯/১১/২০১৩ভাব ও চিত্রময়তার সাথে ভাবনাকেও ছুঁয়ে গেল।
বেশ সুন্দর মানের কবিতা। কবিকে সালাম। -
সহিদুল হক ২৯/১১/২০১৩দারুন লাগলো!