www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একলা ঘর

একলা ঘর.....
---------------

ফিরে যাবো সেই একলা ঘরে
বৃষ্টি পড়তো যেখানে
ঝমঝমিয়ে
রেলগাড়ি কু-ঝিকঝিক চড়ে

ভাঙ্গা টালির মাঝে
একফালি চাঁদ ওঠে
জোত্‍স্না-স্নাত হই ক্রমশ
এই দিনান্তে
নীলাভ জোত্‍স্নায় আরো ভিজতে ভিজতে;

তখন মনে হয়..
'ঝরে পড়ুক সব হসন্ত'
ফুল না ফুটলেও আজ বসন্ত ,

আবারো ফিরে যাবো সেই একলা
ঘরে ...
যেখানে বৃষ্টি এখনো
ফুলশয্যায়;
আর কবর খুড়েছে তারারা
আরো ঝাপসা জোত্‍স্নায়,

ঘরের ভ্যাপসানিতে খেলে চলে
আরশোলা.... বইপোকা
কীট্স এর 'পরে

উইপোকা আজও বেচে স্বমহিমায়,



ফিরে যাবোই..

যেতেই হবে সেই একলা ঘরে

যেখানে আটকা পরা আমার
হীন মনুষ্যত্ব...
চাপা গোঙানি ও আর্তনাদে
কখনো;

আবার পুনরুদ্ধারে ..
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রোদের ছায়া ১৪/০৯/২০১৩
    দুর্দান্ত ! খুব সুন্দর লিখেছেন ।
  • ডাঃ দাউদ ১৪/০৯/২০১৩
    আপনার কবিতায় ভাল লাগা জানিয়ে গেলেম,
    শুভকামনা
  • সুন্দর লিখেছেন
 
Quantcast