এইভাবে আবার
এইভাবে আবার ..
__________________
গল্পের অভাবে উপন্যাস লেখা হল না
শব্দের অভাবে ... তোতলামিতে
কোনও বাক্য রচনা হল না,
অখণ্ড শব্দগুলো খেলা করছে বিছানাতে
আর নিজেরা সমানে খন্ডিত হচ্ছে মেঝেতে ,
নিদ্রার আবির্ভাবে দৌড়ানো গেল না
জীবনটা গতিময় হল না ,
বৃষ্টির অভাবে পাতাগুলো হয়নি
সবুজ ...
রয়েছে বিবর্ণ বেশে হয়ে
অবুঝ ,
হঠাত্ চারিদিকে রঙিন ধোয়ার কুণ্ডলী আর সাথে
ঢাকের বিমর্ষ চিত্কার ....
আজ কী বসন্ত উত্সব না দেবীর অকাল বোধন !!
(কবিতার আসরে পূর্ব প্রকাশিত)
__________________
গল্পের অভাবে উপন্যাস লেখা হল না
শব্দের অভাবে ... তোতলামিতে
কোনও বাক্য রচনা হল না,
অখণ্ড শব্দগুলো খেলা করছে বিছানাতে
আর নিজেরা সমানে খন্ডিত হচ্ছে মেঝেতে ,
নিদ্রার আবির্ভাবে দৌড়ানো গেল না
জীবনটা গতিময় হল না ,
বৃষ্টির অভাবে পাতাগুলো হয়নি
সবুজ ...
রয়েছে বিবর্ণ বেশে হয়ে
অবুঝ ,
হঠাত্ চারিদিকে রঙিন ধোয়ার কুণ্ডলী আর সাথে
ঢাকের বিমর্ষ চিত্কার ....
আজ কী বসন্ত উত্সব না দেবীর অকাল বোধন !!
(কবিতার আসরে পূর্ব প্রকাশিত)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৫/১০/২০১৩দেবীর আগমন সংবাদ দেবার এক অসাধারণ কবিতা। খুব ভালো লেগেছে
-
শফিক মাহমুদ ০৩/১০/২০১৩বসন্তের কবি
না বাসন্তিকা,
হাত বাড়াও
পাবে তাকে
যা তোমারী।
কবিতা টি পড়ে ভালো লাগলো।
আমার বসন্তে কবিতাটি পড়ে দেখিও "হয়তো বা এমন একদা"
ভালো থেকো কবি। -
אולי כולנו טועים ০২/১০/২০১৩বরাবরের মতই অসাধারণ !!
-
ইব্রাহীম রাসেল ০২/১০/২০১৩--সেখানে পড়েছিলাম মনে হয়, আবার পড়লাম