দুই সখী ও
দুই সখী ও...
_________
দুই সখী কথা ও কবিতা, কথা ভীষণ অহংকারী ও জেদি, ও কবিতা ততটাই সাধারণ, দুজনেই ভীষণ ভালোবাসে ছন্দকে..... ছন্দ শুধু ডুবে থাকে কবিতায়.... কবিতা ছাড়া কিছু ভাবতে পারে না, সব বুঝে কথা নিভৃতে কেদে মরে .... কবিতা চাইলেও ছেড়ে যেতে পারেনা ছন্দকে.. তার প্রিয় সখা কথার জন্য, অবশেষে কথা কাউকে না বলেই হারিয়ে যায় কোনও অচিনপুরে, কবিতা পালাতে পারে না তেপান্তরের মাঠে...... কী করে পালাবে ওখানেই তো তার বাড়ি, ওখানেই কোনও ছোট্ট কুটিরে তার জন্ম হয়েছিল, এদিকে সব দেখে আড়ালে হাসে ও মনে মনে বলে এক বক- ' আজও তোরা আমার মত হতে পারলি না ' ।
_________
দুই সখী কথা ও কবিতা, কথা ভীষণ অহংকারী ও জেদি, ও কবিতা ততটাই সাধারণ, দুজনেই ভীষণ ভালোবাসে ছন্দকে..... ছন্দ শুধু ডুবে থাকে কবিতায়.... কবিতা ছাড়া কিছু ভাবতে পারে না, সব বুঝে কথা নিভৃতে কেদে মরে .... কবিতা চাইলেও ছেড়ে যেতে পারেনা ছন্দকে.. তার প্রিয় সখা কথার জন্য, অবশেষে কথা কাউকে না বলেই হারিয়ে যায় কোনও অচিনপুরে, কবিতা পালাতে পারে না তেপান্তরের মাঠে...... কী করে পালাবে ওখানেই তো তার বাড়ি, ওখানেই কোনও ছোট্ট কুটিরে তার জন্ম হয়েছিল, এদিকে সব দেখে আড়ালে হাসে ও মনে মনে বলে এক বক- ' আজও তোরা আমার মত হতে পারলি না ' ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২২/০৯/২০১৩খুব সুন্দর। তেপান্তরের মাঠে যে কবিতার জন্ম সে আজ আমাদের হৃদয়ে জায়গা করে নিল
-
মাহমুদ নাহিদ ২১/০৯/২০১৩ভালো লাগলো ।
-
সহিদুল হক ২১/০৯/২০১৩বেশ লাগলো,তবে এক বক কথাটা শেষে না দিয়ে উক্তির আগে দিলেই ভাল শোনায়,বিশেষত বাংলা ভাষায়।
-
אולי כולנו טועים ২১/০৯/২০১৩khub valo laglo...!