গচ্ছিত স্বপ্ন
@দৌড় : গচ্ছিত স্বপ্ন
______________
তিনতলা ঘর পুরো ফাকা
আসবাবহীন .....
বিস্তীত মাকড়সার জাল ঘর জুড়ে ,
সাদা আলো সব নিভে গেছে....
জ্বলছে কেবল নীল বাতি,
আয়নার কাঁচ ঝাপসা........কিছু গুড়ো পাওডারে,
ছুটে চলেছে 'অ'... আশ্চর্য
প্রদীপ পেতে তার সাদামাটা
জীবনে,
আরব্য রজনী কবে পেরিয়ে
গেছে, ..... পৌছাতে হবে ১০ মাথা
রাবণ এর দেশে ,
কিছুটা দৌড়ে থামল..
ভাঙ্গা ট্রেন লাইন এর প্রান্তরে....
চারপাশে ঝিঝির ডাক পাখির কলরবের মত......
পোকাগুলো সব বলছে, গাইছে এক সম্মিলিত সুরে.......
গাইছে - 'খাবার জন্য মানুষ চাই, জ্যান্ত মানুষ চাই'
বলছে নাগাড়ে,
আবারো দৌড় শুরু করল 'অ'....... থামলে হবে না,
তিস্তা পেরিয়ে বাক ঘুরে এবার এসে পড়ল .....
আধার ঘেরা গলিতে; যে পথ রূপকথারা ভুলে গেছে
সহস্র বছর আগে ,
এখনো তাকে ছুটতে হবে, অনেক অনেক অনেক
ছুটতে হবে......... রাত ১২ টার আগে ব্যাগটা
পৌছাতে হবে........ যথাস্থানে,
তাহলে, তবেই সে হয়ত ফেরত পাবে
আশ্চর্য প্রদীপ ; তার গচ্ছিত স্বপ্নগুলোকে .......
কালো মাকড়সার থেকে.......
বিস্তৃত মাকড়সার জাল থেকে ।
______________
তিনতলা ঘর পুরো ফাকা
আসবাবহীন .....
বিস্তীত মাকড়সার জাল ঘর জুড়ে ,
সাদা আলো সব নিভে গেছে....
জ্বলছে কেবল নীল বাতি,
আয়নার কাঁচ ঝাপসা........কিছু গুড়ো পাওডারে,
ছুটে চলেছে 'অ'... আশ্চর্য
প্রদীপ পেতে তার সাদামাটা
জীবনে,
আরব্য রজনী কবে পেরিয়ে
গেছে, ..... পৌছাতে হবে ১০ মাথা
রাবণ এর দেশে ,
কিছুটা দৌড়ে থামল..
ভাঙ্গা ট্রেন লাইন এর প্রান্তরে....
চারপাশে ঝিঝির ডাক পাখির কলরবের মত......
পোকাগুলো সব বলছে, গাইছে এক সম্মিলিত সুরে.......
গাইছে - 'খাবার জন্য মানুষ চাই, জ্যান্ত মানুষ চাই'
বলছে নাগাড়ে,
আবারো দৌড় শুরু করল 'অ'....... থামলে হবে না,
তিস্তা পেরিয়ে বাক ঘুরে এবার এসে পড়ল .....
আধার ঘেরা গলিতে; যে পথ রূপকথারা ভুলে গেছে
সহস্র বছর আগে ,
এখনো তাকে ছুটতে হবে, অনেক অনেক অনেক
ছুটতে হবে......... রাত ১২ টার আগে ব্যাগটা
পৌছাতে হবে........ যথাস্থানে,
তাহলে, তবেই সে হয়ত ফেরত পাবে
আশ্চর্য প্রদীপ ; তার গচ্ছিত স্বপ্নগুলোকে .......
কালো মাকড়সার থেকে.......
বিস্তৃত মাকড়সার জাল থেকে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ০৪/১১/২০১৩
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৪/১১/২০১৩খুবই গভীরত্ব পূর্ণ কবিতা।আমার মতো নগন্য পাঠকের দ্বারা মন্তব্য করা সহজ কাজ নয়।ধন্যবাদ
-
জহির রহমান ০৪/১১/২০১৩অ-সা-ধা-র-ন-!
নিয়ে গেল কবিতাটি।
বেশ সুন্দর ll