ডাইরি ২
ধুলোয় মোড়া পুরানো
রোজনামচা..
অখণ্ড শব্দের এখনো কিছু
বিপন্নতা,
পাতায় পাতায় কলহপ্রিয় কিছু
খুচরো হিসাবেরা..
আর অনেকটা জুড়ে শুধু
তোমার ছবি ও কিছু বাক্য;
কাল যা হয়েছিল কবিতা,
পরশু হঠাত্ আবিষ্কৃত..
রঙচটা তবু সাবলীল সেই
ডাইরি বলছে.....
' প্রিয়, এখনো ভুলিনি তোমায়
বা
Dear I Always Remember You '
রোজনামচা..
অখণ্ড শব্দের এখনো কিছু
বিপন্নতা,
পাতায় পাতায় কলহপ্রিয় কিছু
খুচরো হিসাবেরা..
আর অনেকটা জুড়ে শুধু
তোমার ছবি ও কিছু বাক্য;
কাল যা হয়েছিল কবিতা,
পরশু হঠাত্ আবিষ্কৃত..
রঙচটা তবু সাবলীল সেই
ডাইরি বলছে.....
' প্রিয়, এখনো ভুলিনি তোমায়
বা
Dear I Always Remember You '
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৫/০৯/২০১৩প্রেম উথলে পড়ছে ভাইয়া।
-
אולי כולנו טועים ২৫/০৯/২০১৩khub sundor ....!!
-
দাদা মুহাইমিন চৌধূরী ২৪/০৯/২০১৩আহারে !
-
মুকিত ২৪/০৯/২০১৩ভাই দিলেন তো ঘুম নষ্ট করে......।