সংজ্ঞাহীন
জীবনটার নেই ডেফিনেশান
পুরোটাই একটা ইলিউশান
আর বুঝিনা কিছু সাইকোলজি
তাই অস্পষ্ট এখনো সব
ফিলোসপি,
দেশ-নাম-কাল মনে রাখতে পারিনা
ইতিহাসটা বেশ খারাপ
তাই আবারও এটাতে ডুব
পাতিহাস হয়ে,
পৃথিবীটা গোল নয়
তাই এখনো ভূগোলে বাকি
কয়েক গোল,
ভ্রমণ পিয়াসি হয়ে ম্যাপ দেখে
কেবলই জানলাম জিওগ্রাফিটা,
ভাষাগুলো অসম্ভব প্রিয়
ছিল
কিন্তু এখনো কাউকে বলিনি
সেনোরিটা.....
বা কেউ বললনা
জিও...;
তাই জানিনি নাইসলি স্পিকিং
ও লেখা হল না উপন্যাস যা
' Seven Hyenas & City of Love ' ,
তাই টেন্সের টঙ্কারে ইংলিশটা সমানে হ্যাকিং
একটা আনলায়
আবারো বেশ মনের সুখে বসে
লিখছি বাংলায়
একটা খোলা জানালায়,
হিসাব মিলছে না কিছুতেই
ডেপ্রিসিয়াশান এ আটকে অঙ্কটা বেশ
বেশ কঠিন..
রয়েছি পড়ে এক জটিল ভগ্নাংশে
আরও ভঙ্গুর হয়ে...
ক্রমশ ভাঙতে ভাঙতে ।
পুরোটাই একটা ইলিউশান
আর বুঝিনা কিছু সাইকোলজি
তাই অস্পষ্ট এখনো সব
ফিলোসপি,
দেশ-নাম-কাল মনে রাখতে পারিনা
ইতিহাসটা বেশ খারাপ
তাই আবারও এটাতে ডুব
পাতিহাস হয়ে,
পৃথিবীটা গোল নয়
তাই এখনো ভূগোলে বাকি
কয়েক গোল,
ভ্রমণ পিয়াসি হয়ে ম্যাপ দেখে
কেবলই জানলাম জিওগ্রাফিটা,
ভাষাগুলো অসম্ভব প্রিয়
ছিল
কিন্তু এখনো কাউকে বলিনি
সেনোরিটা.....
বা কেউ বললনা
জিও...;
তাই জানিনি নাইসলি স্পিকিং
ও লেখা হল না উপন্যাস যা
' Seven Hyenas & City of Love ' ,
তাই টেন্সের টঙ্কারে ইংলিশটা সমানে হ্যাকিং
একটা আনলায়
আবারো বেশ মনের সুখে বসে
লিখছি বাংলায়
একটা খোলা জানালায়,
হিসাব মিলছে না কিছুতেই
ডেপ্রিসিয়াশান এ আটকে অঙ্কটা বেশ
বেশ কঠিন..
রয়েছি পড়ে এক জটিল ভগ্নাংশে
আরও ভঙ্গুর হয়ে...
ক্রমশ ভাঙতে ভাঙতে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জহির রহমান ০৪/১১/২০১৩
-
চারু মান্নান ০৪/১১/২০১৩বেশ সুন্দর কবি
-
মীর শওকত ০৪/১১/২০১৩পড়ে মুগ্ধ হলাম বন্ধুবর ।ভাল থাকুন ।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৪/১১/২০১৩চমৎকার উপস্থাপন।বরাবরের মতোই ভালো লাগলো।
অসাধারণ...!