www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চিঠি প্রিয় বন্ধুকে

চিঠি প্রিয় বন্ধুকে
---------------------

ওরে প্রিয়....... না প্রিয়া তোকে বলি, কেন বলি !! এখনো গজনী দেখিনি... রজনী এখনো বাকি..., সবার মত আমিও বলছি "কেন তুই স্বপ্নে আসিস" আমার খুব বিরক্ত লাগে... তাই খোলা চিঠি লিখছি তোকে... কারণ আমি ভ্যাবাচাকা খাই, স্পর্শকাতর স্বপ্ন ভীষণই ছ্যাকা দেয়, ওর থেকে স্পর্শকাতর ফোন অনেক ভাল, আরও ভাল চিঠি লেখা তাই লিখছি,


তুই এখন এমবিএ.. আর আমি শুধু এ (a),  সময় তোর সাথে ছুটছে ক্রমাগত... আমি অনিয়মিত যাত্রী, আসি কখনো সখনো তাই ১১ নম্বর গাড়ীই সম্বল.... বিনা ভাড়ায় কতদূর যাওয়া যায়, পৌছানো যাই তোর বাড়ি... তুই কী আমায় এখনো মনে রেখেছিস ?? কিন্তু কেন, কিজন্য মনে রেখেছিস !! তোর স্টেটাস এ পৌছানো আমার ঢের দেরি.... হয়ত কোনওদিনও সম্ভব হবে না....


ভাগ্যিস, বন্ধুত্বের স্টেটাস লাগে না.... তাই এখনো মনে পড়ে ফেলে আসা সময়ের ইতিকথা........ তোর সাথে কাটানো স্কুল কলেজের দিনগুলো, আর ঘিরে ধরে এক মিষ্টি আবহ, তোর দেওয়া প্রথম গিফট টা এখনো রেখেছি স্বযত্নে হৃদয়ের উষ্ণতা দিয়ে সকলের আড়ালে, সূর্যের সান্নিধ্যে । আমার দেওয়া উপহারটা কী এখনো আছে তোর কাছে না ওটা বাতিল অ্যান্টিকদের (antique) দলে !!


আগে তো পাগল ছিলাম, এখন সবাই বলছে নাকি বদ্ধ উন্মাদ হয়েছি, খুব শিঘ্রই ওরা আমায় শিফট করে দেবে...রাচিতে বা আরও বড় কোথাও,

জানি না এখনো তুই এই চিঠি পাবি কিনা !!


ইতি- এক আলকেমিষ্ট হৃদয় হতে ,,                                        


                 ঠিকানা- অচিন্তপুরের শেষ প্রান্ত যেখানে জেগে আছে কোনও নটেগাছ,                                       

                                   পোস্টঅফিস :তেপান্তর পেরিয়ে ঘিরে ধরা স্বপ্নরা ।


(http://www.bangla-kobita.com/insignia/poem20130826011346/)
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ১৪১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • אולי כולנו טועים ২৭/০৯/২০১৩
    priyo kauke lekha osadharon akti chithi,
    ononnosadharon akti kobita.....
    jar majhe khuije pawya jay
    abeg, valobasha, ar kichuta
    oviman...!!
  • ওয়াহিদ ২৬/০৯/২০১৩
    sad
 
Quantcast