বিবিধ
তোর মৃত্যুর জন্য কে...
কারা দায়ী ?
দায়ী বোধহয় সেই সময়টা যে
তোকে পাত্তা দেয়নি
বা
তুই নিজে;
উড়ছিলি অনেক উঁচুতে,
প্যারাশুট ছাড়াই পড়লি
ফাঁকা মেঝেতে...
ললাটলিখন যখন মৃত্যু ছিল,
নাকি সেই ছেলেটা যে চুপি চুপি
তোকে ভালোবেসেছিল...
তোর দিশাহীন প্রশ্নে যার সময়টা
'থ' মেরে গিয়েছিলো;
সেই কী তোকে খুন করল ?!!
তুই যখন গ্রহ-গ্রহান্তরে
রকেট চড়ে পাড়ি দিচ্ছিলি
সুখী গৃহকোনের আবছায়া আলো,
না নিজেই
স্বেচ্ছামৃত্যু বরণ করলি...
যখন নিশ্চুপ হস্তরেখা আর
কেউ পড়ল না,
কাল পাবলিশ হবে পোস্টমর্টেম রিপোর্টটা ...
তারপর চ্যানেলে চ্যানেলে হঠাত্
কিছু হইচই,
হাই টি.আর.পি তে বিকৃত হওয়া
কিছু 'অপবাদ' ,
এককভাবে জন্ম নেওয়া কিছু কবিগন
ও তাদের চৌকশ কবিতা...
ঝরে পড়বে কিছু হাহাকার
সর্বত্র,
সবই থাকবে এইভাবেই,
কিন্তু তুই....
তুই আর কখনোই বলবি না
" আমার মৃত্যুর জন্য কে...কারা দায়ী ? "
কারা দায়ী ?
দায়ী বোধহয় সেই সময়টা যে
তোকে পাত্তা দেয়নি
বা
তুই নিজে;
উড়ছিলি অনেক উঁচুতে,
প্যারাশুট ছাড়াই পড়লি
ফাঁকা মেঝেতে...
ললাটলিখন যখন মৃত্যু ছিল,
নাকি সেই ছেলেটা যে চুপি চুপি
তোকে ভালোবেসেছিল...
তোর দিশাহীন প্রশ্নে যার সময়টা
'থ' মেরে গিয়েছিলো;
সেই কী তোকে খুন করল ?!!
তুই যখন গ্রহ-গ্রহান্তরে
রকেট চড়ে পাড়ি দিচ্ছিলি
সুখী গৃহকোনের আবছায়া আলো,
না নিজেই
স্বেচ্ছামৃত্যু বরণ করলি...
যখন নিশ্চুপ হস্তরেখা আর
কেউ পড়ল না,
কাল পাবলিশ হবে পোস্টমর্টেম রিপোর্টটা ...
তারপর চ্যানেলে চ্যানেলে হঠাত্
কিছু হইচই,
হাই টি.আর.পি তে বিকৃত হওয়া
কিছু 'অপবাদ' ,
এককভাবে জন্ম নেওয়া কিছু কবিগন
ও তাদের চৌকশ কবিতা...
ঝরে পড়বে কিছু হাহাকার
সর্বত্র,
সবই থাকবে এইভাবেই,
কিন্তু তুই....
তুই আর কখনোই বলবি না
" আমার মৃত্যুর জন্য কে...কারা দায়ী ? "
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দাদা মুহাইমিন চৌধূরী ০৬/১০/২০১৩অসাধারন হয়েছে। । আচ্ছা আমার মৃত্যুর জন্য কে... কারা দ্যী?
-
সুবীর কাস্মীর পেরেরা ০৫/১০/২০১৩অভি সাথেই আছি, এগিয়ে চলো
-
אולי כולנו טועים ০৫/১০/২০১৩অনিন্দ সুন্দর !
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৫/১০/২০১৩ভালো লাগলো।
-
রোদের ছায়া ০৫/১০/২০১৩বেশ মনে দাগ কাটা কবিতা ।
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৫/১০/২০১৩তাইতো কে কার জন্য দায়ী হবে। আমরা নিজেরাই আমাদের পরিণামের জন্য দায়ী। অসাধারণ হয়েছে