ভালো ভূত
রিম-ঝিম টুপটাপ
কারা যেন ফিসফাস,
ধুপ-ধাপ ফটাফট
কে যেন, কেউ যেন
হেটে যায়...
ছাদে কী নিশাচর,
দুমদাম দমাদম রকেট
উড়ে যায়....
তবু ছাদে কে হাসে !!
... এই ছাড়া নেই কোনও উত্পাত
তবু
এরা ভূত... ভালো ভূত ;
অন্তত মানুষরুপি ভূত থেকে,
(Wishing happy Diwali to all)
কারা যেন ফিসফাস,
ধুপ-ধাপ ফটাফট
কে যেন, কেউ যেন
হেটে যায়...
ছাদে কী নিশাচর,
দুমদাম দমাদম রকেট
উড়ে যায়....
তবু ছাদে কে হাসে !!
... এই ছাড়া নেই কোনও উত্পাত
তবু
এরা ভূত... ভালো ভূত ;
অন্তত মানুষরুপি ভূত থেকে,
(Wishing happy Diwali to all)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ০২/১১/২০১৩
-
মীর শওকত ০২/১১/২০১৩খুব সুন্দর লিখেছেন দাদা ।মানুষের অশুভ রুপটা অকপটে ফুটে উঠেছে কবিতায় ।
-
আহমাদ সাজিদ ০১/১১/২০১৩সবার অন্তরে বাস করে একটা ভুত; ভাল আর মন্দ।
ধন্যবাদ -
আহমাদ সাজিদ ০১/১১/২০১৩সবার অন্তরে বাস করে একটা ভুত; ভাল আর মন্দ।
ধন্যবাদ -
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০১/১১/২০১৩চমৎকার অভি দা।খুবই সুন্দর ছন্দ।আপনাকে ও শুভ দেওয়ালীর শুভেচ্ছা।
স্টিভেন স্পিয়েলবার্গের কালজয়ী ছবি E.T. the Extra-Terrestrial ছবিটির কথা মনে পরে গেলl
Happy Diwali to you and your loved ones!