পুরস্কৃত
বৃষ্টিশেষে আকাশটা ঝলমলে
বারান্দায় রোদ্দুরও ছিল,
তবু মনে একটু খচখচ
কিছুতে গানটা আসছে না...
ঘুম ভেঙেছে সেই কাকভোরে;
এমন সময় টিং-টং
কলিং বেলের আব্দার
দরজা খোলো এখুনি...
বাইরে পোস্টম্যান
সই করে নিলাম বক্সটা..
আরে এটাই তো সেই পুরস্কার
যার প্রতীক্ষায় ছিলাম আমি;
আর একি, এতদিন কিছু লিখছিলাম না
আজ একটা লেখাও চলে এল ।
(তারুণ্যতে সেরা ব্লগারের পুরস্কার পাওয়া উপলক্ষ্যে)
বারান্দায় রোদ্দুরও ছিল,
তবু মনে একটু খচখচ
কিছুতে গানটা আসছে না...
ঘুম ভেঙেছে সেই কাকভোরে;
এমন সময় টিং-টং
কলিং বেলের আব্দার
দরজা খোলো এখুনি...
বাইরে পোস্টম্যান
সই করে নিলাম বক্সটা..
আরে এটাই তো সেই পুরস্কার
যার প্রতীক্ষায় ছিলাম আমি;
আর একি, এতদিন কিছু লিখছিলাম না
আজ একটা লেখাও চলে এল ।
(তারুণ্যতে সেরা ব্লগারের পুরস্কার পাওয়া উপলক্ষ্যে)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুমাইয়া বরকতউল্লাহ্ ২৮/১০/২০১৩বাহ্ চমৎকার। ধন্যবাদ নিন।
-
দীপঙ্কর বেরা ২৮/১০/২০১৩Besh
-
জহির রহমান ২৮/১০/২০১৩শুভেচ্ছা অবিরত...
-
সহিদুল হক ২৮/১০/২০১৩দারুণ!
গল্পের বই পেয়ে গেছো? -
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৮/১০/২০১৩অভিনন্দন ।চমৎকার হয়েছে অনুভূতির প্রকাশ।