আনমনে
আনমনে: আমি ও আমরা
ভীষণভাবে মনে পড়ল নীলার কথা
বা নচিকেতার সেই গানটা..
দিনটা হয়তো কাল পরশু বা
গতকাল ছিল,
মেঘেরা ক্লান্ত হয়েছিল অনেক ওড়াওড়ির
পর;
আকাশটা ধরা দিয়েছিলো সূর্যের কাছে
অনেক কান্না শেষে,
রাস্তার মোড়ে মোড়ে জটলা করে থাকা
কিছু পশ্চিমীসভ্যতা..
‘থ’ মেরে যাওয়া সাইনবোর্ড আওড়াচ্ছে
কিছু নতুন বুলি..
হয়তোবা ইংলিশ গালাগালি,
দোকানি আগলাচ্ছে লাল–নীল
তরলের সারি
যখন অ-তিথি ক্ষণিকের
কিছু তারা,
আর অন্ধগলিতে কেঁদে মরে
আধখানা চাঁদ...
তবু বৃষ্টি এসেছিলো হটাত্ই
সবকিছু ভিজিয়ে দিয়ে,
ভেসে আসা কিছু সুর
এইভাবে
মনে করাল নীলাকে,
আনমনে
যখন আমি বলতে চেয়েছিলাম
“ সে প্রথম প্রেম আমার.... "
~~~~~~~~~~~~~~~আমি ও আমরা~~~~~~~~~~~~~~~
ভীষণভাবে মনে পড়ল নীলার কথা
বা নচিকেতার সেই গানটা..
দিনটা হয়তো কাল পরশু বা
গতকাল ছিল,
মেঘেরা ক্লান্ত হয়েছিল অনেক ওড়াওড়ির
পর;
আকাশটা ধরা দিয়েছিলো সূর্যের কাছে
অনেক কান্না শেষে,
রাস্তার মোড়ে মোড়ে জটলা করে থাকা
কিছু পশ্চিমীসভ্যতা..
‘থ’ মেরে যাওয়া সাইনবোর্ড আওড়াচ্ছে
কিছু নতুন বুলি..
হয়তোবা ইংলিশ গালাগালি,
দোকানি আগলাচ্ছে লাল–নীল
তরলের সারি
যখন অ-তিথি ক্ষণিকের
কিছু তারা,
আর অন্ধগলিতে কেঁদে মরে
আধখানা চাঁদ...
তবু বৃষ্টি এসেছিলো হটাত্ই
সবকিছু ভিজিয়ে দিয়ে,
ভেসে আসা কিছু সুর
এইভাবে
মনে করাল নীলাকে,
আনমনে
যখন আমি বলতে চেয়েছিলাম
“ সে প্রথম প্রেম আমার.... "
~~~~~~~~~~~~~~~আমি ও আমরা~~~~~~~~~~~~~~~
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরজু নাসরিন পনি ১২/১১/২০১৩
-
রাখাল ১১/১১/২০১৩সুন্দর হয়েছে ।
-
রোদের ছায়া ১১/১১/২০১৩বেশ সুন্দর পরিপাটি কবিতা। ভালো লাগলো অনেক।
(আধখানা চাঁদ, হঠাৎ ) -
দীপঙ্কর বেরা ১১/১১/২০১৩Besh sundar . Bhalo laglo
লাল নীল তরলের সারি
বাক্যগুলোর ব্যবহার বেশ ভালো লাগলো ।
অনেক শুভকামনা রইল, অভি ।।