এ্যাডমেকিং ১
এ্যাডমেকিং ১ : ক্যাবলা ও হোয়াইট মিণ্ট
------------------------------------------
টেক ১ সিন ১)
পথে যেতে যেতে সহসা ..
রাতবিরেতে আচমকা ,
মধ্যরাতের নিস্তব্ধতায়
সব চাঁদের শ্বশান এড়িয়ে;
সূর্যের বিরহ ছাড়িয়ে
যখন সব আলো নেভে
হঠাতই ঘুম ভেঙে যায় ...
জেগে ওঠে, কাঁদতে থাকে কোলের শিশু ,
এবার উপায় ??
(টেক ১ সিন ২)
ডাক পড়ে ক্যাবলার ,
মুখেতে পুড়ে দুটো হোয়াইট মিণ্ট.. কিছুটা চিবিয়ে
এবার দাঁত বিকশিত করে সে,
দাঁতেতে খেলে মুক্তোর ঝিলিক
দ্যুতিতে ভরে যায় সারা রাজ্য ...
আঁধার পালায় পড়িমরি করে.....
আর হাসতে থাকে কোলের শিশু.....
(ওকে, পার্ফেক্ট শট...কাট ইট, রেডি ফর এডিট)
------------------------------------------
টেক ১ সিন ১)
পথে যেতে যেতে সহসা ..
রাতবিরেতে আচমকা ,
মধ্যরাতের নিস্তব্ধতায়
সব চাঁদের শ্বশান এড়িয়ে;
সূর্যের বিরহ ছাড়িয়ে
যখন সব আলো নেভে
হঠাতই ঘুম ভেঙে যায় ...
জেগে ওঠে, কাঁদতে থাকে কোলের শিশু ,
এবার উপায় ??
(টেক ১ সিন ২)
ডাক পড়ে ক্যাবলার ,
মুখেতে পুড়ে দুটো হোয়াইট মিণ্ট.. কিছুটা চিবিয়ে
এবার দাঁত বিকশিত করে সে,
দাঁতেতে খেলে মুক্তোর ঝিলিক
দ্যুতিতে ভরে যায় সারা রাজ্য ...
আঁধার পালায় পড়িমরি করে.....
আর হাসতে থাকে কোলের শিশু.....
(ওকে, পার্ফেক্ট শট...কাট ইট, রেডি ফর এডিট)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইব্রাহীম রাসেল ২৩/০৯/২০১৩--অভি তুমি পারো নানা ঢংয়ে।--
-
ভানম আলয় ২২/০৯/২০১৩অনেক দিন আসা হয়নি...... আমি জানতামই না তুমি এত কিছু লেখ, আজ সব পড়লাম......... সত্যি তুমি জিনিয়াস...... আমাকে ভীষণ মুগ্ধ করেছ।
-
সালমান মাহফুজ ২২/০৯/২০১৩চমৎকার অভি ।
-
মুজিবুর রহমান মুনীর ২২/০৯/২০১৩কেমন যেন দুর্বোধ্য মনে হল। ব্যপারটি আঁচ করতে পারি নি তেমন। কবিতার জন্য ধন্যবাদ।
-
אולי כולנו טועים ২২/০৯/২০১৩ha ha ha ....darun ...!!