আরো
তোমায় খুঁজেছি আরো
আজন্ম...
অনেক অনেক কাল ধরে;
খুঁজবো আরো কালের প্রাচীর
পেরিয়ে
হৃদশ্পন্দনের নিরিবিলিতে,
ছিঁচকাদুনে শরীর যখন কেঁদে
মরে..
যখন তখন ছোঁয়াছুয়ি খেলার
বিনা অংশগ্রহণে,
পড়ে থাকা পুরানো পোশাকে
শালিনতার ডিওড্রেণ্ট মেখে.....
কমদামি গন্ধে মন ও
ভরেনা,
এ.টি.এম এ নেমেছে টাকার স্রোত,
সুখপাখি ঠাই নেয়...
গিয়ে বসে
স্বপ্নের রঙ মেখে কাগজি টাকায়
আরো খুচরো হয়ে,
হঠাত্ এরপর কয়েক বাউন্স
চেক
একটা ব্যাঙ্করাপ্ট,
মনপাখি পালিয়েছে আরো একটু
সুখের খোঁজে ....
আমায় ছেড়ে আজ বহুদূর ।
আজন্ম...
অনেক অনেক কাল ধরে;
খুঁজবো আরো কালের প্রাচীর
পেরিয়ে
হৃদশ্পন্দনের নিরিবিলিতে,
ছিঁচকাদুনে শরীর যখন কেঁদে
মরে..
যখন তখন ছোঁয়াছুয়ি খেলার
বিনা অংশগ্রহণে,
পড়ে থাকা পুরানো পোশাকে
শালিনতার ডিওড্রেণ্ট মেখে.....
কমদামি গন্ধে মন ও
ভরেনা,
এ.টি.এম এ নেমেছে টাকার স্রোত,
সুখপাখি ঠাই নেয়...
গিয়ে বসে
স্বপ্নের রঙ মেখে কাগজি টাকায়
আরো খুচরো হয়ে,
হঠাত্ এরপর কয়েক বাউন্স
চেক
একটা ব্যাঙ্করাপ্ট,
মনপাখি পালিয়েছে আরো একটু
সুখের খোঁজে ....
আমায় ছেড়ে আজ বহুদূর ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ০৫/১০/২০১৩
-
suman ০৫/১০/২০১৩আহা!
-
সুবীর কাস্মীর পেরেরা ০৫/১০/২০১৩অভি অসাধারণ
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৪/১০/২০১৩সুখের জন্য অর্থের প্রয়োজন অনস্বীকার্য
তাই বলে কেউ যাবে ফেলে এটা নয় স্বীকার্য
খুব বাস্তবতার নিরীখে লেখা অনুভূতিকে নাড়া দিয়েছে -
ইব্রাহীম রাসেল ০৪/১০/২০১৩বাহ..বহতা নদীর মতো
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৪/১০/২০১৩দারুন লেগেছে।সুন্দর।
-
সহিদুল হক ০৪/১০/২০১৩আরো লিখে যাও এরকম কবিতা।মহালয়ার শুভেচ্ছা নিও।
besh valo !!