আমি দোষী
শব্দদোষে দোষী...
সম্মানে পক্ষপাতদুষ্ট;
লেখা হল না নিখাদ
প্রেমের কবিতা..
যেমন খাদবিহীন দামী
সোনা;
তোমার (থেকে) ধার করা
শব্দে আমি কবি হোলাম...
হয়ত,
তোমায় ধার করে লিখলাম
কবিতা.....
সৃষ্টি হোলো প্রেম ও ভালোবাসা;
....অনেক অনেক ভালোবাসা
আর থাবা বসালো একটু বিরহ,
তোমাকে তাই সম্মানীয়া করা
গেল না,
রেখে আর সবার মতোই
সাধারণ বেশে,
আমিও তাই সমান দোষী..
সম্মানে
পক্ষপাতদুষ্ট হয়ে,
সম্মানে পক্ষপাতদুষ্ট;
লেখা হল না নিখাদ
প্রেমের কবিতা..
যেমন খাদবিহীন দামী
সোনা;
তোমার (থেকে) ধার করা
শব্দে আমি কবি হোলাম...
হয়ত,
তোমায় ধার করে লিখলাম
কবিতা.....
সৃষ্টি হোলো প্রেম ও ভালোবাসা;
....অনেক অনেক ভালোবাসা
আর থাবা বসালো একটু বিরহ,
তোমাকে তাই সম্মানীয়া করা
গেল না,
রেখে আর সবার মতোই
সাধারণ বেশে,
আমিও তাই সমান দোষী..
সম্মানে
পক্ষপাতদুষ্ট হয়ে,
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুজন দেবনাথ ২২/০৯/২০১৩বেশ......... অনেক সুন্দর
-
সহিদুল হক ২২/০৯/২০১৩মোটামূটি লাগলো।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২২/০৯/২০১৩আসলে সত্যিই বলেছেন কবি।খুব ভালোো লাগলো।আপনার মূল্যযবানমন্তব্যের জন্য অপেক্ষায় আছি আমার পাতায়।
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২২/০৯/২০১৩আমিও তাই সমান দোষী- দারুণ
-
ভূপতি চক্রবর্তী জনি ২২/০৯/২০১৩ভালো লাগলো