আজি সূর্যালোকে
সব পুরানো জরাজীর্ণ অভ্যেস একপাশে ফেলে;
আবারো যাব আমি আরও একশত মাইল,
মুছে দিয়ে সব অনিশ্চয়তা
ছাড়িয়ে সব অভিশাপেদের
মন-গহীনে জেগে থাকা অসুর
বধ করে...
আবার যাবো আমি সোনালী শস্যকণা যোগাড়ে
ভরে নেব সোনালী শস্যকণাদের আমার
দুই বাহু জুড়ে,
নিবেদিত সেই শস্যকণা শুধু
তোমারই চরণে
তোমার আশীর্বাদ গ্রহণে,
যে আশীর্বাদ ছুঁয়ে যাবে জল-বায়ু
পৃথিবীর আত্মা;
এক অনন্ত শান্তিতে,
আর সেখানেই তুমি
সবার মাতা রূপে
আমার মা হয়ে.....
দেবীদুর্গা ।
(কবিতার আসরে প্রকাশিত)
আবারো যাব আমি আরও একশত মাইল,
মুছে দিয়ে সব অনিশ্চয়তা
ছাড়িয়ে সব অভিশাপেদের
মন-গহীনে জেগে থাকা অসুর
বধ করে...
আবার যাবো আমি সোনালী শস্যকণা যোগাড়ে
ভরে নেব সোনালী শস্যকণাদের আমার
দুই বাহু জুড়ে,
নিবেদিত সেই শস্যকণা শুধু
তোমারই চরণে
তোমার আশীর্বাদ গ্রহণে,
যে আশীর্বাদ ছুঁয়ে যাবে জল-বায়ু
পৃথিবীর আত্মা;
এক অনন্ত শান্তিতে,
আর সেখানেই তুমি
সবার মাতা রূপে
আমার মা হয়ে.....
দেবীদুর্গা ।
(কবিতার আসরে প্রকাশিত)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুবীর কাস্মীর পেরেরা ১১/১০/২০১৩চালিয়ে যাও অভি
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ১০/১০/২০১৩খুব ভালো লেগেছে। বেদের বাণী- প্রাণময়ং জগৎ। সবকিছুতেই প্রাণ আছে। তাহলে তার আত্মাও আছে। এই বিশ্বাস কবিতায় প্রকট হয়েছে। দারুণ!
-
אולי כולנו טועים ১০/১০/২০১৩অসম্ভব সুন্দর লাগলো।
পুজোর শুভেচ্ছা রইলো ll -
রোদের ছায়া ১০/১০/২০১৩বাহ, সুন্দর । দেবী কে নিয়ে আপনার অনুভূতি জানতে পারলাম কবিতায়।