আবারো এইভাবেই
আবার এক কবিতা তোমায় দিলাম....
দিলাম মুখ ভার করা
বিষন্ন কবিতা;
রাত জাগানো পাখির গানে
সূর্যের বিরহমনা অশ্রুতে,
যেখানে প্রতি অক্ষর তোমায়
খুঁজেছিল
আমার নামের পরে জুড়বে বলে
একটু একটু করে
সময়ের সাজানো বাগান শেষে,
যথাসময়ে ভোর হয়েছিল...
ছিল না কোনও পূর্বাভাস;
তবু বৃষ্টি এসেছিল
সবকিছু ভাসিয়ে....
সব ঝড় শেষে,
পরে থাকা কিছু কিছু খন্ডিত অক্ষর
এখনো খোঁজে তাকে
নানা ভাষার মাঝে ভালোবাসার ফেরিতে;
আর স্বহাস্য উষ্ণ আমন্ত্রন
জিগস পাজলের...
নানা পথ মিলিয়ে যদি খুঁজে নি
জুড়ে দি
তার নামের অক্ষর
আমার নাম পরে ।
দিলাম মুখ ভার করা
বিষন্ন কবিতা;
রাত জাগানো পাখির গানে
সূর্যের বিরহমনা অশ্রুতে,
যেখানে প্রতি অক্ষর তোমায়
খুঁজেছিল
আমার নামের পরে জুড়বে বলে
একটু একটু করে
সময়ের সাজানো বাগান শেষে,
যথাসময়ে ভোর হয়েছিল...
ছিল না কোনও পূর্বাভাস;
তবু বৃষ্টি এসেছিল
সবকিছু ভাসিয়ে....
সব ঝড় শেষে,
পরে থাকা কিছু কিছু খন্ডিত অক্ষর
এখনো খোঁজে তাকে
নানা ভাষার মাঝে ভালোবাসার ফেরিতে;
আর স্বহাস্য উষ্ণ আমন্ত্রন
জিগস পাজলের...
নানা পথ মিলিয়ে যদি খুঁজে নি
জুড়ে দি
তার নামের অক্ষর
আমার নাম পরে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ১৫/১১/২০১৩
-
প্রবাসী পাঠক ১৫/১১/২০১৩চমৎকার অভিব্যাক্তি কবিতার প্রতিটি শব্দে। অনেক ভাল লাগল কবিতাটা।
-
রাখাল ১৫/১১/২০১৩মচৎকার!
-
রাশেদ আহমেদ শাওন ১৫/১১/২০১৩আমি খুজে যাব তারে আমার কবিতার প্রতিটি অক্ষরে
লাস্ট কাপলেটটি খুব সুন্দর ....