হিমুর হিমাদ্রী
অনেক গভীর থেকে ডাকছি তোমায়
মণিকোঠায় আপন করে নিতে
যতটুকু ভাবনায় ছিলে
ততটুকু হাসিকে আপন করে নিতে
নিরব আর নিশ্চুপ অনেক বেশি শান্ত
রক্তের হাতে লিখক হবে কখন ক্লান্ত ?
প্রেমময় প্রেমাদ্রী আদুরে কন্যা
রোদ্রস্নানে ভাসিয়ে দাও আমায়, অনন্যা
কাছে পাওয়ার আরেকটু হতাশার ক্ষুদ্র প্রয়াস
দিনে দিনে ধুকে মরে নিকোটিন ধোয়াভরা নিশ্বাস
সেই হাসি শিশিরের মত মুক্তোদানা
বিধাতা তোমায় ভালো রাখুক, আমার অঞ্জনা
মণিকোঠায় আপন করে নিতে
যতটুকু ভাবনায় ছিলে
ততটুকু হাসিকে আপন করে নিতে
নিরব আর নিশ্চুপ অনেক বেশি শান্ত
রক্তের হাতে লিখক হবে কখন ক্লান্ত ?
প্রেমময় প্রেমাদ্রী আদুরে কন্যা
রোদ্রস্নানে ভাসিয়ে দাও আমায়, অনন্যা
কাছে পাওয়ার আরেকটু হতাশার ক্ষুদ্র প্রয়াস
দিনে দিনে ধুকে মরে নিকোটিন ধোয়াভরা নিশ্বাস
সেই হাসি শিশিরের মত মুক্তোদানা
বিধাতা তোমায় ভালো রাখুক, আমার অঞ্জনা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৩/১০/২০১৮বেশ লিখেছিলেন।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৬/১০/২০১৮পিরিতের স্বাদ কবিতায় পাওয়া গেল।
কবিকে ধন্যবাদ। -
অরন্য রানা ১৬/১০/২০১৮অসাধারন শব্দযোগ
-
সাইয়িদ রফিকুল হক ১৫/১০/২০১৮ভালো।
-
সোহরাব রিপন ১৫/১০/২০১৮বেশ ভাল