নিরব নন্দিনী
নিরব নন্দিনী
তুমি আবেগ আর ভালোবাসার কোন এক বিশাল সমুদ্র
যে সমুদ্রে হাবুডুবু খেয়ে থাকি, সেখানে আমি বিন্দু আমি অতি ক্ষুদ্র
সহস্র আর তার ও অধিক থেকে ও অনেক বেশি তুমি আদরের আদুরি
তুমি আমার মনের আকা ছবি ,যেখানে সাজিয়েছি সব রঙের মাধুরী
তুমি খুব আপন কেউ, যেখানে তোমাকে ছাড়া আমি যেনো কেউ নই
নিষ্পাপ মন আবেগে কাঁদায় যেনো তোমারই আমি বিশেষ কেউ হই
ছোট্ট মনের ছোট আবেগে হারিয়ে যেতে চায় তোমার প্রেমের বিশালতায়
সত্যিই আমি খুব ভালোবাসি, নন্দিণী হেরে গেছি আমি হাসির ক্ষমতায়
তোমার আঁখিযুগল ,যেনো টেনে নেয় আমার সকল সুবোধ চরিত্র
সেদিন করিনি নিজের অন্তরকে বিশ্বাস যেদিন পেয়েছি নন্দিণী পত্র
আজো তোমার ভাবনা ভাবিয়ে তোলে আমায় ক্ষনে ক্ষনে
যেখানে সমস্ত আবেগ এসে মিশেছে আমার প্রতিক্ষণ
বার বার কেনো তোলো আমার অন্তরে প্রতিধ্বনি
ওগো, আমার মনের গহীনে আকা ছবির নিরব নন্দিণী
তুমি আবেগ আর ভালোবাসার কোন এক বিশাল সমুদ্র
যে সমুদ্রে হাবুডুবু খেয়ে থাকি, সেখানে আমি বিন্দু আমি অতি ক্ষুদ্র
সহস্র আর তার ও অধিক থেকে ও অনেক বেশি তুমি আদরের আদুরি
তুমি আমার মনের আকা ছবি ,যেখানে সাজিয়েছি সব রঙের মাধুরী
তুমি খুব আপন কেউ, যেখানে তোমাকে ছাড়া আমি যেনো কেউ নই
নিষ্পাপ মন আবেগে কাঁদায় যেনো তোমারই আমি বিশেষ কেউ হই
ছোট্ট মনের ছোট আবেগে হারিয়ে যেতে চায় তোমার প্রেমের বিশালতায়
সত্যিই আমি খুব ভালোবাসি, নন্দিণী হেরে গেছি আমি হাসির ক্ষমতায়
তোমার আঁখিযুগল ,যেনো টেনে নেয় আমার সকল সুবোধ চরিত্র
সেদিন করিনি নিজের অন্তরকে বিশ্বাস যেদিন পেয়েছি নন্দিণী পত্র
আজো তোমার ভাবনা ভাবিয়ে তোলে আমায় ক্ষনে ক্ষনে
যেখানে সমস্ত আবেগ এসে মিশেছে আমার প্রতিক্ষণ
বার বার কেনো তোলো আমার অন্তরে প্রতিধ্বনি
ওগো, আমার মনের গহীনে আকা ছবির নিরব নন্দিণী
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৩/১০/২০১৮চমৎকার।
-
মোঃআরাফাত হোসাইন ০২/০৩/২০১৮wow wow
-
মো : আবুল হোসেন ০২/০৩/২০১৮খুব ভালো।
-
আলম সারওয়ার ০১/০৩/২০১৮অসাধারণ কবিতা র জন্য শুভেচ্ছা জানবেন প্রিয় কবি