সল্ট লেকে কেটেছি সাঁতার
কবিতার সখী রাজকুমারীদের
অলস সময় আর দীর্ঘ লাইন,
কোন এক অলস বিকেল
নিস্তব্ধ এক বাগান বাড়িতে
এলোকেশী ছড়ায় বুনো ঘ্রান,
এই বাগান বাড়ি, এত নিস্তব্ধতার মাঝে
এক অনাবিল সল্ট লেকে কেটিছি সাঁতার
গোপন প্রণয়ের ছন্দে-ছন্দে, চোখে রেখে চোখ
বাহুডোরে প্রাণের বন্ধন, উচ্ছাসিত অবেগের
মিলনমেলায়-
সেকি নেশাঝরা সুর আর ছন্দ!
হাজার জনমের কবিতার লাইন
দীর্ঘ আলিঙ্গনের স্মৃতিচিহ্ন আঁকা
শরীরের প্রতিটি পরত।
এই সল্ট লেকও মুছে যেতে যেতে একদিন
তোমাকে স্মরণ করাবে আর শিহরন জাগাবে
গোপন প্রণয়ের বন্ধন আর
মিলনের আঁকা স্মৃতিচিহ্নগুলি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১০/০২/২০১৭রোমান্টিক কবিতা........
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৩/০২/২০১৭দারুন।
-
প্রশান্ত কুমার ঘোষ ০৩/০২/২০১৭ভালো
-
কাজী জুবেরী মোস্তাক ০২/০২/২০১৭ভালো হয়েছে
-
কাজী জুবেরী মোস্তাক ০২/০২/২০১৭অসাধারণ
-
সাইয়িদ রফিকুল হক ০২/০২/২০১৭ভালো।