সিম নিবন্ধনের বাড়তি সময়ও শেষ হল আজ
সরকারী সর্বশেষ ঘোষনা অনুযায়ী মোবাইল সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের দিন আজ ৩১ মে-২১০১৬ তারিখ শেষ হল। পরবর্তী ঘোষনা না আসার আগ পর্যন্ত আর কেই পূরাতন সিম কার্ড নিবন্ধন করতে পারবেন না। তবে নতূন সিম কেনা যাবে এ পদ্ধতিতেই। এদিকে বিভিন্ন সুত্র নিশ্চিত করেছে এখনো প্রায় ৩ কোটির অধিক সিম নিবন্ধন প্রক্রিয়ার বাইরে আছে। অনিবন্ধিত সিমগুলি একেবারেই বন্ধ করে দেওয়া হবে, নাকি সাময়িক বন্ধ করে পরবর্তিতে নিবন্ধনের সুযোগ দেয়া হবে সে সম্পর্কিত ভালো কোন তথ্য এখনো পরিস্কারভাবে জানা যায়নি, এ নিয়ে বিভিন্ন মহলে চলছে বিভিন্ন গুঞ্জন ও উত্তেজনার ঝড়। তবে পরবর্র্তী পরিস্কার নির্দেশনা এলেই কেবল সবকিছু দিবালোকের ন্যায় পরিস্কার হয়ে যাবে।
Dhk; BD: Writer
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অগ্নিপক্ষ ০৪/০৬/২০১৬সীম-আর মাঝে অ-সীম তুমি? হিহি!
-
নীরব ঘোষ জয় ৩১/০৫/২০১৬উপকারী পোস্ট
-
নাবিক ৩১/০৫/২০১৬আমার ৬টি সিম, সবকটাই নিবন্ধন করেছি।
-
আজকের চাকরির বাজার বিডি.কম ৩১/০৫/২০১৬একটি সিমও বন্ধ না হোক, এই আহ্বান।
-
জে এস সাব্বির ৩১/০৫/২০১৬সেই তিন কোটির পরিবারে আমিও একজন অসম্মানিত গ্রাহক!!!!
-
আলোর ভূবন ৩১/০৫/২০১৬অসাধারন নিউজ!!