অনুভবে ছুঁয়ে ছুঁয়ে যাই
রাতের পাখিরাও প্রহর গোনে
আর কত দেরী ..
তবে রাত পোহাবার?
ভোরের হাওয়ায় প্রাণ জুড়িয়ে
এক নবালোকিত দিনের
আহ্বান জানায়
এক নতূন দিনের এই তো শুরু!
এইতো এক নব-নব উন্মাদনা
আকাশের বিশালতা
আর নক্ষত্রের কোমতলায় খোঁজে
এক যুগল প্রেমের স্রোত,
ইয়েটস এর রোম্যাঞ্চে খুঁজি
'কুল পার্কের' রাজহংসীদের
যারা বুড়িয়ে গিয়েও গা-ভাসায়
চিরসবুজ মনে।
আসতে না আসতেই
পেরিয়ে যায় বসন্তের দোলা
হৃদয়ে রক্তক্ষরণ আর দাগ দিয়ে যায় মনে
সখাদের সাথে মালা গাঁথি
আর অনুভবে ছুঁয়ে ছুঁয়ে যাই,
কবিতায় প্রহরগুনি
এক পৃথিবীর স্বান্তনায়।
...::...স্বত্ব সংরক্ষিত...::..
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাবেয়া মৌসুমী ১৫/০২/২০১৭
-
মেহেদী হাসান (নয়ন) ০১/১১/২০১৬খুব খুব খ্যব বেশি ভাল লিখছেন কবি
-
মলয় ঘটক ২৮/১০/২০১৬Eto valo
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৭/১০/২০১৬অনুভবে ছুঁয়ে যাই তোমাকেই
-
মোহাম্মদ কামরুল ইসলাম ২৭/১০/২০১৬খুব ভালো লাগলো।
ধন্যবাদ -
রাবেয়া মৌসুমী ২৭/১০/২০১৬বানানে দৃষ্টি দিন।শুভেচ্ছা রইলো।
-
সাইয়িদ রফিকুল হক ২৭/১০/২০১৬অনেকদিন পরে দেখলাম। শুভেচ্ছা।
-
নাইম আহম্মেদ ২৬/১০/২০১৬সুধুই প্রহর করিবে পারাপার ।
-
পরশ ২৬/১০/২০১৬অসাম
-
সালাম আলী আহসান ২৬/১০/২০১৬ভাল হয়েছে।
বুড়িয়ে গিয়েো গা-ভাসায়
চির সবুজ মনে..অপূর্ব ।