www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মহামারী করোনা ও বিশ্ব ভাবনা

কোভিড-১৯ বা মহামারী করোনায় বিধ্বস্ত সারা বিশ্ব। একটি নবসৃষ্ট ভাইরাস এর বিরুদ্ধে লড়ে যাচ্ছি আমরা। িকন্তু কোথায় এর শেষ তা জানা নেই কারো। সমস্ত মানবতা আজ বিধ্বস্ত এর জন্য। কিন্তু কি করার আছে আমাদের সত্যিকারে। সৃষ্টিকর্তা হয়তো পৃথিবীকে মোড় দিচ্ছেন নতুন দিকে। অথবা হয়তোবা পৃথিবীতে ঘটতে যাচ্ছে নতুন কিছু। নতুন কোনো আগমনী বার্তা হয়তোবা দেয়া হচ্ছে আমাদেরকে।

তবুও মানবতা বিপর্যস্ত না হোক, এই প্রত্যাশা। ভালো থাকুক সারা বিশ্ববাসী। করোনা মুক্ত হোক সারা বিশ্ব। এই প্রত্যাশা।
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৫৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৬/২০২০

মন্তব্যসমূহ

 
Quantcast