প্রতিশোধ
============ঃ অণু গল্প ঃ===========
নির্ঘুম চোখে আকাশের পানে তাকিয়ে আছি। একটা মোহিনী সুর আমাকে বিহঙ্গ ভাবনায় ফেলে দিয়েছে।
একটা মেয়েপাখির সুরে আমি পাগল হয়ে যাচ্ছি আমি এটা ভাবতেই পারছি না।
বিছানার এপাশ থেকে ওপাশে গড়াচ্ছি। বলিশটা কখনো মাথায় কখনো কোলে আবার কখনোবা পিঠে নিয়ে ঘুমকাতুরে হওয়ার চেষ্টা করছি। কিন্তুু না, মোহিনী আমাকে বিছানাছাড়া করবেই। জানালা দিয়ে চাদের আলোয় আমাকে নাইয়েই ছাড়বে। সত্যিই আমি জোৎস্না স্নাত হলাম।
তারপর, বিড়িবড় করে মেয়েটাকে মনে মনে অনেক বকাবকি করলাম। তারপর কবিতার তুলিতে মেয়েটিকে নাইয়ে দিলাম। শেষ রাতের চাদের আলো তখন ম্লান হয়ে এসেছিল। কবিতা লিখতে লিখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। শুধু মনে করার চেষ্টা করছিলামা মেয়েটিকে কি বলে যেন গালি দিয়েছিলাম? .................
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কলামিষ্ট নিজাম গাজী ০১/০১/২০২১দারুণ ও অনবদ্য লেখনী প্রিয় গল্পকার। শুভকামনা নিরন্তর।
-
তৈয়বা মনির ১৭/১০/২০১৯ভালো লাগলো...
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৬/১০/২০১৯বাহ্ চমৎকার
-
পরিতোষ ভৌমিক ২ ০৫/১০/২০১৯বিরবড়>বিরবির হবে কি ?
লেখাটি বেশ ভালোই লাগ্লো । -
সাইয়িদ রফিকুল হক ০৫/১০/২০১৯বেশ তো!