www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জীবনের নিঃস্বঙ্গ কাব্য




উদ্বাস্তু শরনার্থী হয়ে কত দিন
বেঁচে থাকা যায় বলতো?
কিইবা মূল্য শূণ্য লতার এই ভূবনে?
জলপদ্ম সম্পর্কে তোমার কতটা জানা,
পারবনা বলতে তা আমি!

পৃথিবী যদি সত্যিই সুর্যকে কেন্দ্র করে
প্রদক্ষিণ করে তার চারপাশ,
সূর্য যদি সত্যিই পৃথিবীকে আলোকিত করে
''টুয়েন্টি থ্রী এন্ড হাফ'' ডিগ্রী এ্যাঙ্গেলে-
তবে আমি কেন আজীবন-ই একরকম থাকব?


কেন বদলাবেনা আমার ভাগ্য!
কেন জোয়ার আসবেনা এজীবনে?

তবে এসবের মানে কী??
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/১২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অপূর্ব গাঁথুনি
  • অসাধারণ সুন্দর লেখনী।
  • নীল মেঘ ০৩/১২/২০১৮
    একটু অস্পষ্ট থেকে গেল বোধহয় ভাবনাটা
    • প্রিয় বন্ধুবর,
      জানতে চাোয়ার জন্য অনেক ধন্যবাদ।

      উপমায় শরনার্থী আর শূণ্য লতার জীবন এবং জলপদ্ম বলতে কবি যা বুঝিয়েছেন তা আশা করি বুঝতে পেরেছেন!

      এরপরই কবি উপমা টেনেছেন এই মহাবিশ্বের একটা চিরন্তন সত্য সম্পর্কে।

      এবং তারপরই কবি আক্ষেপ করে বলেছেন- এত সত্যের মধ্যেও কবির জীবনে কেন উল্লেখযোগ্য কোন পরিবর্তন আসছে না/ ভাগ্য বদলাচ্ছে না, এটাই কবি আক্ষেপ করে বলেছেন তার কবিতায়।।

      আবারো ধন্যবাদ বন্ধু!!
  • সময়মত বদলাবে সব কিছুই...
  • একনিষ্ঠ অনুগত ০৩/১২/২০১৮
    উপমার প্রয়োগটা ঠিক বুঝে আসলো না, সূর্য নিয়মিত একই কাজ করে যাচ্ছে, উপমায় বদলানোর কোন আভাস পাওয়া গেল না, কিন্তু 'তবে' অব্যয় দিয়ে নিজেকে বদলাতে চাচ্ছি, নিজেকে না বদলানতেই বেশি খাটে। হয়ত আমি আপনার মতো করে ভাবতে পারিনি, তাই আপনার ভাবনাটাই জানতে চাচ্ছি :)
    • প্রিয় বন্ধুবর,
      জানতে চাোয়ার জন্য অনেক ধন্যবাদ।

      উপমায় শরনার্থী আর শূণ্য লতার জীবন এবং জলপদ্ম বলতে কবি যা বুঝিয়েছেন তা আশা করি বুঝতে পেরেছেন!

      এরপরই কবি উপমা টেনেছেন এই মহাবিশ্বের একটা চিরন্তন সত্য সম্পর্কে।

      এবং তারপরই কবি আক্ষেপ করে বলেছেন- এত সত্যের মধ্যেও কবির জীবনে কেন উল্লেখযোগ্য কোন পরিবর্তন আসছে না/ ভাগ্য বদলাচ্ছে না, এটাই কবি আক্ষেপ করে বলেছেন তার কবিতায়।।

      আবারো ধন্যবাদ বন্ধু!!
 
Quantcast