তাই তোমাকে খুঁজে ফিরি
তোমাকে খুঁজতে গিয়ে অামি খুঁজে পেয়েছি- দুর্গম গিরি,
বন্ধুর পথ; হিম শীতল ঝর্ণাধারা, যা তোমাকে উর্বর
করে রেখেছে অনন্তকাল ধরে। আমি সেখানে পুঁতে রেখেছি
কিছু উন্নত বীজ, যা আলোকিত করবে তোমার সোনালী
ফসলের ক্ষেত, যারা আমাদের এই গ্রহের প্রতিনিধিত্ব করে
অালোক সংকেত পাঠাবে গ্রহ থেকে গ্রহান্তরে, সেই বীজ
আমি পুঁতে রেখেছি তোমার মানচিত্রের অতল গহ্বরে।
তোমাকে খুঁজতে গিয়ে অামি খুঁজে পেয়েছি- এই আমাকে
আর আমার কবিতার লাইন। যা দিয়ে আমি অনলাইন
ষ্টোর খুলেছি এই গ্রহে । মনের রুপালি পর্দায় তোমার
ছবি আঁকতে গিয়ে পথ চলা শুরু আমার শিল্প বিকাশের।
এক পা-দু'পা করে আমি আজ বিশ্ব চ্যাম্পিয়ন এই শিল্প।
তোমাকে খুঁজতে গিয়ে অামি খুঁজে পেয়েছি-এক আকাশ
ভরা তারা আর জোৎস্নালোকিত রাতের রুপালি স্বপন।
অনন্ত সুখ যে এত তোমার মাঝে অপরীসীম।
তাইতো সারাক্ষণ খুঁজে ফিরি তোমাকে, একি তুমি?
নাকি কোন রহস্যময়ী, চিরযৌবনা ঐ আকাশভরা তারকারাজি!!!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০৭/১১/২০১৮দারুণ
-
সাইয়িদ রফিকুল হক ০৫/১১/২০১৮ভালো।
কিন্তু বন্ধু, ছবি তো পোস্ট করতে পারছি না। -
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৫/১১/২০১৮চমৎকার। অসাধারণ। বর্ণনাতীত।