ছন্দপতন কাব্যেরা
কখনো তোমার ছবি
ভেসে যদি আসে
এ মনের অয়নায়,
কখনো সে মুখ মোরে
উৎসাহ দেয় আর কবিতার ছন্দ যোগায়।
কখনো সে মুখ কখনো আবার
সেই ছন্দের পতন ঘটায়।
এই তো নদী সেই জোয়ার ভাটা
হাসিভরা মুখ কভূ আনমনা,
এই তো জীবন যাতে-
পাওয়া না পাওয়া
যাও কিছু রেখে তব ছন্দমনা।।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৮/১০/২০১৮ভালো লাগলো
-
শুভদীপ চক্রবর্তী ০৭/১০/২০১৮অসাধারণ চিন্তাভাবনা কবি বন্ধু।
-
সাইয়িদ রফিকুল হক ০৬/১০/২০১৮ছবিটা বাঙালিয়ানা হলে আরও ভালো হতো।
-
নাহিদ হোসেন ০৫/১০/২০১৮onek kotha mone pore gelo...
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৪/১০/২০১৮জীবনে জোয়ার ভাটা থাকবেই।
অনেক ধন্যবাদ। -
অরন্য রানা ০৪/১০/২০১৮নারী বলতেই কাব্যিক ছন্দ
য্দি সেথায় প্রম থাকে