উৎসর্গ বচন
প্রিয় এন. এইচ. এল,
কোন উপস্থাপনা ছাড়াই সবসময় তোমাকে ছোট্ট করে লিখতাম! আজও তাই করব। কারণ তুমি এ মনের গহীনে লুকিয়ে গোছো জনম-জনমের জন্য। আমি লালন করি তোমাকে সব সময় এই হৃদয়ে। জানি আমাকেও তুমি অনুরুপ করে থাক। তবে মজার ব্যাপার কি জানো? তুমি যত বেশি আমায় লালন কর আমার তত বেশি মনে পড়ে তোমায়।
মনে রেখো আমি আজীবন আমার হৃদয় আর সাহিত্যে লালন করে যাব তোমাকে........ ভালো থেকো এই কামনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ সরব বাবু ১৪/১০/২০১৯সত্যিই ভালো লিখেছেন।
-
অরন্য রানা ০৪/১০/২০১৮ভাল লিখেছেন
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৩/১০/২০১৮সুন্দর বলেছেন
-
সাইয়িদ রফিকুল হক ০৩/১০/২০১৮ছবিটা সুন্দর।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৩/১০/২০১৮অনেক দিন বাদে আপনার পোষ্ট পেয়ে আনন্দিত হলাম।
ভাল থাকুন।
ধন্যবাদ। -
কামরুজ্জামান সাদ ০৩/১০/২০১৮কিছু বিষয় আছে যেগুলো আজীবন লালন করতে হয়।লালন করে যেতে হয়।