www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বৃষ্টিকে আমি ভালবাসতে পারিনি



না! বৃষ্টিকে আমি ভালবাসতে পারিনি
হৃদয়ে লালন করতে পারিনি, হে বাংলা-
তোমার ঐতিহ্য আর সংস্কৃতি।

যদি বৃষ্টিকে ভালই বাসতে জানতাম আমি
তবে আমি কালিমাখা মেঘ দেখে-
ভয়ে পালিয়ে বেড়াতাম না অন্য কোথাও
আসবে জ্বর সেই ভেবে-
বৃষ্টিতে ভেঁজা বাদ দিয়ে লুকিয়ে থাকতাম না ইটারন্যে।

আমার আকাশে কালিমাখা মেঘ জমুক
বৃষ্টি আসুক একটানা অঝোরে
টিনের চালায় রিমিঝিমি শব্দে,
তলিয়ে যাক আমার মাঠ-ঘাট, উঠোন বহুদুর
আর তারপর জ্বর আসুক আমার দেহে-
তবুও আমি বৃষ্টিতে ভিজব, আমি বৃষ্টিস্নাত মহাকাব্য হব
বৃষ্টির ফোঁটায় তৈরি কফিতে চুমুক দিতে দিতে
আমি আবারো তৈরি হব বৃষ্টিস্নাত হতে
আমি আবারো তৈরি হব বৃষ্টিস্নাত হতে ।। ..
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৮/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সমির প্রামাণিক ০২/০৮/২০১৮
    সুন্দর। ভালো লাগলো।
  • এই বৃষ্টি যেন সব কষ্ট ধুয়ে নিয়ে যায়।
  • দীপঙ্কর রায় ০১/০৮/২০১৮
    খুব খুব ভালো লিখেছেন।
  • নির্ঘুম মিশ্র ০১/০৮/২০১৮
    সুন্দর একটি কবিতা পড়লাম।
  • অসাধারণ কাব্য ভাবনা।
 
Quantcast