সীমানা আইন লঙ্ঘন করায় গর্ভবতী গাভীকে মৃত্যুদণ্ড
ছবি: বাংলাদেশ প্রতিদিন এর সৌজন্যে।
ইমরান'স ইণ্টারন্যাশনাল নিউজ ডেস্কঃ বুলগেরিয়ার গ্রাম কোপিলোভটসিতে নিজের আবাসস্থল ছেড়ে সে সার্বিয়ার সীমানায় ঢুকে পড়েছিল আর সার্বিয়া ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশ নয়। সেখানেই বেঁধেছে বিপত্তি।
ইউরোপীয় ইউনিয়নের সীমানা আইন লঙ্ঘন করে অবাধে বিচরণ করায় একটি গর্ভবতী গাভীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। তিন মাস পরেই সন্তানের জন্ম দেয়ার কথা ছিল পেনকা নামের সেই গাভীর।
বুলগেরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের প্রণীত আইন লঙ্ঘন করার শাস্তি গরুটিকে পেতেই হত।
পশু চিকিৎসক লিউবোমির লিউবোমিরভ বলেন, 'আমরা সিদ্ধান্ত নেয়ার কেউ নই। ব্রাসেলস (ইইউর সদর দফতর) এর প্রণীত আইন আমরা বাস্তবায়ন করি।'
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১০/১১/২০১৯বেশ ভালো লিখেছেন।
-
নাসরীন আক্তার রুবি ৩১/০৫/২০১৯কঠিন বিষয়
-
অরন্য রানা ০৫/১০/২০১৮বাপরে কি কঠিন আইন , এ এই দেশে মানুষ মানুষকে খুন করলেও শাস্তির ''শ" পায়না সেখানে গাভীর মৃত্যুদন্ড । ভাবনার বিষয় বটে
-
দীপঙ্কর বেরা ০৫/০৬/২০১৮বাপরে
-
সাইয়িদ রফিকুল হক ০৪/০৬/২০১৮আইন বলে কথা!
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৪/০৬/২০১৮বাপরে!