অবেলার কবিতা
এই অবেলায়
কেন তুমি হায়!-
ফুল হয়ে ফুটে তবে
আমারো লাগিয়া বহিয়া সময়
তোমারে শুধাও তবে,
আমিতো তোমারে-
বলেছি সে কথা
যত বার যায় বলা,
শুধু মুখে নয়-
ইশারাতেও যে তা
দিয়েছি হরেক দোলা।
কেন জান সেটা!
এই আমি আজ
আমারও যে নই
তাইতো তোমায় বারে বারে
একই কথা কই!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সামিন শুভ ০৫/০৬/২০১৮কবিতায় ছবি কিভাবে দিচ্ছেন একটু বলবেন
-
জার্নালিষ্ট সবুজ ৩১/০৫/২০১৮শুভ কামনা রইলো
-
তরুণ কান্তি ৩০/০৫/২০১৮অসাধারণ !!
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ৩০/০৫/২০১৮প্রাণ জুড়াল!
-
সাইদ খোকন নাজিরী ৩০/০৫/২০১৮বেশ সুন্দর!
-
রবিউল হাসান ৩০/০৫/২০১৮খুব সুন্দর প্রেমের আকুলতা।প্রেম রসে ভরে যাক কবির সমগ্র জীবন।