অনুভুতি
মুমু, একটা কবিতাও কি তুমি এখন আর লিখনা! বসন্ত কি তোমাকে কখনো স্পর্শ করে না। রবিবারের রাতের জন্য কি এখন আর তুমি অপেক্ষা কর না?? জানালার মুক্ত-স্বাধীন বাতাস কি এখন আর তোমাকে ছুঁয়ে যায় না। এখন কি আর তোমার বেলাভুমিতে বেড়াতে ইচ্ছে করে না?? কবিতা সন্ধ্যার আয়োজনেও কি তুমি এখন আর ব্যস্ত হও না? কবিতাসখাকে কি এখন আর আগের মত কবিতা শোনাতে ইচ্ছে হয় না!!
তবে কি তুমি কোন হৃদয়হীনা এক রাজ্যের অধীবাসিনী হয়ে সে রাজ্যে বাস করছ!!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জার্নালিষ্ট সবুজ ৩১/০৫/২০১৮ঠিক কথা
-
সাইয়িদ রফিকুল হক ২৯/০৫/২০১৮মুমুদের অনুভূতি মরে গেছে!
-
সেলিম রেজা সাগর ২৯/০৫/২০১৮হা