জীবনের প্রথম কবিতার লাইনকটি
মেয়েদের সাথে তেমন কথা বলতাম না। ক্লাসেও একটু অবসর সময় পেলেই দুষ্টামিতে না গিয়ে 'Grammar/ ব্যাকরণ' এর মধ্যে ডুবে থাকতাম।
স্কুল জীবনে একদিন টিফিন টাইমে নাজিয়া এসে বলল এই যে মিষ্টার- এভাবে কথা না বলে থাকা যায়?
আমি নাজিয়া কিছু শুনতে চাই। কি এভাবে তাকিয়ে আছেন কেন?
কবিতা শোনাবেন নাকি?
এতক্ষণে বুঝতে পাররাম ও আমাকে আপনি সম্বোধন করে অপমানের চেষ্টা চালাচ্ছে। তার ভেতরে আমি যদি আসলেই ওকে কবিতা না শোনাই তাহলে হয়ত ও আমাকে আরও অপমান করবে।
আমি মনে মনে কবিতার লাইন গাঁথছিলাম অঅর তারপরই সাহস করে ওকে বলছিলাম জীবনের ঠিক প্রথম কবিতা।
আমি যে বলিনা সহসা কথা
শুধু ইশারায় বোঝাতে চাই,
একটু হলেও তাতে
আমি আত্মতৃপ্তি পাই
আমি তোমার লাগিয়া শুধু
এমন ইশারাতে গান গাই।।
হ্যাঁ, নাজিয়া- তুমিই আমার প্রথম কবিতা আর এই কবিতাটি তোমার জন্যই নিবোদিত। ভালো থেকো আজীবন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফাহ্মিদা বারী ১৮/০৫/২০১৮রোমাণ্টিসিজম!!
-
suman ১৬/০৫/২০১৮সুন্দর প্রয়াস .........
-
কামরুজ্জামান সাদ ১২/০৫/২০১৮ওহ ঈশ্বর,জীবনের প্রথম কবিতায় এত রোম্যান্টিকতা ! পরে না জানি কি হয়েছিল!
-
তাহমিদ জামান ১১/০৫/২০১৮আমি যে বলিনা কথা
শুধু ইশারায় বোঝাতে চাই।
কিছু বলার নাই -
পবিত্র চক্রবর্তী ১১/০৫/২০১৮সুন্দর
-
ন্যান্সি দেওয়ান ১০/০৫/২০১৮Good.
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১০/০৫/২০১৮অসাধারন সুন্দর।
খুব ভাল লাগল।